Ajinkya Rahane-Radhika Dhopavkar: দেখতে দেখতে রাহানে-রাধিকার ৮ পূরণ…
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 26, 2022 | 5:08 PM
ছেলেবেলার প্রেম যে পূর্ণতা পায়, তার অন্যতম উদাহরণ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। দেখতে দেখতে একসঙ্গে আট বছর কাটিয়ে ফেললেন অজিঙ্ক রাহানে ও তাঁর স্ত্রী রাধিকা ধোপাবকর। আজ তাঁদের অষ্টম বিবাহবার্ষিকী। জিঙ্কস একদিকে নিজের পৃথিবীকে বিবাহবার্ষিকীর বার্তা দিয়েছেন, অন্যদিকে রাহানের জন্য রাধিকাও ইন্সটাগ্রামে লিখেছেন মিষ্টি বার্তা।
1 / 5
ছেলেবেলার প্রেম যে পূর্ণতা পায়, তার অন্যতম উদাহরণ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। দেখতে দেখতে একসঙ্গে আট বছর কাটিয়ে ফেললেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ও তাঁর স্ত্রী রাধিকা ধোপাবকর (Radhika Dhopavkar)। আজ তাঁদের অষ্টম বিবাহবার্ষিকী। জিঙ্কস একদিকে নিজের পৃথিবীকে বিবাহবার্ষিকীর বার্তা দিয়েছেন, অন্যদিকে রাহানের জন্য রাধিকাও ইন্সটাগ্রামে লিখেছেন মিষ্টি বার্তা।
2 / 5
অষ্টম বিবাহবার্ষিকীতে এই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে অজিঙ্ক রাহানে স্ত্রী রাধিকার জন্য লিখেছেন, "হ্যাপি অ্যানিভার্সারি মাই ওয়ার্ল্ড।"
3 / 5
বিয়ের পর, আট বছর একসঙ্গে কাটিয়েছেন রাধিকা-রাহানে। তাঁরা একে অপরকে চিনতেন তারও আগে থেকে। ইন্সটাগ্রাম পোস্টে রাধিকা লেখেন, "আমাদের একসঙ্গে পথ চলার ৮ বছর অজিঙ্কা। আমি তোমাকে তখন থেকে চিনতাম যখন আমার বয়স ১০-১১ বছর। আমার সবচেয়ে ভয়ংকর স্বপ্নেও আমি কখনও কল্পনাও করিনি যে আমরা একদিন বিয়ে করব!! কিন্তু আমার মনে হয়, কিছু জিনিস এমনিই হয়ে যায়!!"
4 / 5
আইপিএলে কেকেআরের হয়ে খেলেন রাহানে। নাইটদের ইন্সটার পক্ষ থেকে রাহানে-রাধিকাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে। ইন্সটাগ্রামে রাধিকার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন মায়াঙ্ক আগরওয়ালের স্ত্রী আশিতা সুদ, ঋদ্ধিমান সাহার স্ত্রী রোমি মিত্র, জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন-সহ আরও অনেকে।
5 / 5
২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর গাঁটছড়া বাঁধেন রাহানে ও রাধিকা। ২০১৯ সালের অক্টোবরে তাঁদের প্রথম সন্তান আর্যার জন্ম। পরের মাসেই রাহানে-রাধিকার জীবনে আসতে চলেছে নতুন সদস্য।