Akshay Kumar Birthday: দাম ৮০ কোটি টাকা! আরব সাগরের তীরে অক্ষয়ের বাড়ি যেন সাক্ষাৎ ইন্দ্রপুরী, রইল ছবি

Akshay Kumar: ৫৫ বছর পূর্ণ করলেন অক্ষয় কুমার। শূন্য থেকে শুরু করে আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেতা। একবার এক ফটোশুট করাতে এসে নিরাপত্তারক্ষী তাড়িয়ে দিয়েছিলেন তাঁকে। আজ সেই জায়গাতেই অক্ষয় কিনেছেন নিজের বাড়ি। বাড়ি না বলে বোধহয় প্রাসাদই বলা যায় তাকে।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 09, 2022 | 4:04 PM

1 / 5
৫৫ বছর পূর্ণ করলেন অক্ষয় কুমার। শূন্য থেকে শুরু করে আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেতা। একবার এক ফটোশুট করাতে এসে নিরাপত্তারক্ষী তাড়িয়ে দিয়েছিলেন তাঁকে। আজ সেই জায়গাতেই অক্ষয় কিনেছেন নিজের বাড়ি। বাড়ি না বলে বোধহয় প্রাসাদই বলা যায় তাকে।

৫৫ বছর পূর্ণ করলেন অক্ষয় কুমার। শূন্য থেকে শুরু করে আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেতা। একবার এক ফটোশুট করাতে এসে নিরাপত্তারক্ষী তাড়িয়ে দিয়েছিলেন তাঁকে। আজ সেই জায়গাতেই অক্ষয় কিনেছেন নিজের বাড়ি। বাড়ি না বলে বোধহয় প্রাসাদই বলা যায় তাকে।

2 / 5
হাতে আঁকা বড় বড় ছবি, ঝাড়লন্ঠন-- কী নেই সেই প্রাসাদে? আর দাম? তাও একেবারে চমকে দেওয়ার মতো। অক্ষয়ের ওই বাড়ির দাম ৮০ কোটি টাকা।

হাতে আঁকা বড় বড় ছবি, ঝাড়লন্ঠন-- কী নেই সেই প্রাসাদে? আর দাম? তাও একেবারে চমকে দেওয়ার মতো। অক্ষয়ের ওই বাড়ির দাম ৮০ কোটি টাকা।

3 / 5
বাড়ির সঙ্গেই রয়েছে ব্যক্তিগত পুল, রয়েছে সব দামি দামি আসবাব। সেখানে একান্ত অবসরে সময় কাটাতে দেখা যায় গোটা পরিবারকে। টুইঙ্কল মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নেন সেই সব ছবি।

বাড়ির সঙ্গেই রয়েছে ব্যক্তিগত পুল, রয়েছে সব দামি দামি আসবাব। সেখানে একান্ত অবসরে সময় কাটাতে দেখা যায় গোটা পরিবারকে। টুইঙ্কল মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নেন সেই সব ছবি।

4 / 5
মুম্বইয়ের জুহু বিচের তীরেই অবস্থিত অক্ষয়ের এই প্রাসাদ। রাত বাড়লেই ভেসে আসে সমুদ্রের গর্জন। বারান্দা থেকেই উপভোগ করা যায় সমুদ্রের মোহময়ী জলরাশি।

মুম্বইয়ের জুহু বিচের তীরেই অবস্থিত অক্ষয়ের এই প্রাসাদ। রাত বাড়লেই ভেসে আসে সমুদ্রের গর্জন। বারান্দা থেকেই উপভোগ করা যায় সমুদ্রের মোহময়ী জলরাশি।

5 / 5
শুধু অন্দরমহলই বা কেন? বাড়ির বাইরেও কম সুন্দর নয়। রয়েছে সুসজ্জিত বাগান। তাতে রয়েছে বসার জায়গাও। টুইঙ্কলের ভারি পছন্দ এই জায়গাটি।

শুধু অন্দরমহলই বা কেন? বাড়ির বাইরেও কম সুন্দর নয়। রয়েছে সুসজ্জিত বাগান। তাতে রয়েছে বসার জায়গাও। টুইঙ্কলের ভারি পছন্দ এই জায়গাটি।