Akshay Kumar Controversy: প্রকাশ্যে স্ত্রীকে দিয়ে জ়িপ খোলানো, অক্ষয়ের কেরিয়ার সর্বাধিক বিতর্কিত পাঁচ অধ্যায়
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 05, 2022 | 1:02 PM
Viral News: বলিউডে একাধিক বিতর্কের সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয় কুমারের। কেরিয়ারের শুরু থেকেই ফ্লপস্টারের তকমা। তা কাটিয়ে উঠতে না উঠতেই, সম্পর্কে প্রতারণা থেকে নাগরিকত্ব, কি-ই না নেই তাঁর তালিকায়।
1 / 6
বলিউডে একাধিক বিতর্কের সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয় কুমারের। কেরিয়ারের শুরু থেকেই ফ্লপস্টারের তকমা। তা কাটিয়ে উঠতে না উঠতেই, সম্পর্কে প্রতারণা থেকে নাগরিকত্ব, কি-ই না নেই তাঁর তালিকায়।
2 / 6
রবিনার টান্ডনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর ইতি টেনেছিলেন অক্ষয়। যার জেরে রীতিমত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। চর্চা ছড়িয়ে পড়েছিল রাতারাতি। তখন খিলাড়ি হলেন বি-টাউনের ক্যাসানোভা।
3 / 6
এক ফ্যাশন শো-তে প্রকাশ্যে স্টেজের ওপর তিনি স্ত্রীকে দিয়ে খুলিয়েছিলেন নিজের প্যান্টের জ়িপ। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই মুহূর্ত। চরম বিতর্কের সৃষ্টি করেছিল সেই ফ্যাশন শো।
4 / 6
মল্লিকার সঙ্গেও জড়িয়েছিল তাঁর নাম। প্রকাশ্যে বেফাঁস মন্তব্য করার ফলে রীতিমত অস্বস্তিতে পড়তে হয় তাঁকে। এমনকি শেষ পর্যন্ত মল্লিকার বাবা বাধ্য করেছিলেন অক্ষয়কে ক্ষমা চাইতে।
5 / 6
এক সময় অক্ষয় কুমার ছেড়ে দিয়েছিলেন ভারতের নাগরিকত্ব। গ্রহণ করেছিলেন কানাডার নাগরিকত্ব। যা নিয়ে ২০১৯ সালেও হয়েছিল জল ঘোলা। তিনি জানিয়েছিলেন, তিনি এই বিষয় কখনও কোনো খবর গোপন করেননি।
6 / 6
রুস্তম ছবিতে অক্ষয় কুমারের একটি পোশাক নিলামে তোলা হয়। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। যদিও পরবর্তীতে পরিস্থিতি সামাল দিলে টুইঙ্কেল খান্না জানিয়েছিলেন যে এটা একটি ভাল উদ্দেশ্যে গ্রহণ করা সিদ্ধান্ত।