Social Media Trolling: এত তাড়াতাড়ি তো ম্যাগিও তৈরি হয় না, আক্কির পরবর্তী ছবির পোস্টার চরম ট্রোল্ড

Akshay Kumar: কম বাজেটে স্বল্প সময়ে তৈরি ছবি দিয়ে বাজার ধরতে চেয়েছেন তিনি। তবে সেই সমীকরণ চলতি বছরে ফ্লপ। কারণ বচ্চন পান্ডে ও পৃথ্বীরাজ ব্যপক ক্ষতির মুখ দেখেছে।

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 10, 2022 | 8:00 AM

1 / 5
লকডাউনের পর সূর্যবংশী দিয়ে শুরু। ২০২১ সালে অন্যতম হিট ছবি ছিল এটি অক্ষয় কুমারের। এরপর একে একে মুক্তি পেয়েছে আরও দুই ছবি, তবে তা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।

লকডাউনের পর সূর্যবংশী দিয়ে শুরু। ২০২১ সালে অন্যতম হিট ছবি ছিল এটি অক্ষয় কুমারের। এরপর একে একে মুক্তি পেয়েছে আরও দুই ছবি, তবে তা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।

2 / 5
অক্ষয় কুমার নিজেই জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন না। তাঁর যুক্তি ৫০ থেকে ৬০ দিনের মাথায় একটি ছবির কাজ শেষ করতে হবে।

অক্ষয় কুমার নিজেই জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন একটি প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন না। তাঁর যুক্তি ৫০ থেকে ৬০ দিনের মাথায় একটি ছবির কাজ শেষ করতে হবে।

3 / 5
কম বাজেটে স্বল্প সময়ে তৈরি ছবি দিয়ে বাজার ধরতে চেয়েছেন তিনি। তবে সেই সমীকরণ চলতি বছরে ফ্লপ। কারণ বচ্চন পান্ডে ও পৃথ্বীরাজ ব্যপক ক্ষতির মুখ দেখেছে।

কম বাজেটে স্বল্প সময়ে তৈরি ছবি দিয়ে বাজার ধরতে চেয়েছেন তিনি। তবে সেই সমীকরণ চলতি বছরে ফ্লপ। কারণ বচ্চন পান্ডে ও পৃথ্বীরাজ ব্যপক ক্ষতির মুখ দেখেছে।

4 / 5
এরই মাঝে রাম সেতু, সেলফি, বড়ে মিঞা ছোটে মিঞার মত ছবির ঘোষণাও হয়ে গিয়েছে। এবার সামনে এলো আরও এক ছবির প্রথম লুক। যশবন্ত সিং গিলের বায়োপিকে দেখা যাবে তাঁকে।

এরই মাঝে রাম সেতু, সেলফি, বড়ে মিঞা ছোটে মিঞার মত ছবির ঘোষণাও হয়ে গিয়েছে। এবার সামনে এলো আরও এক ছবির প্রথম লুক। যশবন্ত সিং গিলের বায়োপিকে দেখা যাবে তাঁকে।

5 / 5
তবে ছবির পোস্টার সামনে আসতেই ব্যাপকভাবে ট্রোল হলেন তিনি। ঝড়ের গতিতে খবর হয়ে গেল ভাইরাল। ট্রোলাররা লিখলেন, এত তাড়াতাড়ি তো ম্যাগিও তৈরি হয় না। এবার একটু বিরতি নিন।

তবে ছবির পোস্টার সামনে আসতেই ব্যাপকভাবে ট্রোল হলেন তিনি। ঝড়ের গতিতে খবর হয়ে গেল ভাইরাল। ট্রোলাররা লিখলেন, এত তাড়াতাড়ি তো ম্যাগিও তৈরি হয় না। এবার একটু বিরতি নিন।