TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Sep 20, 2022 | 9:22 AM
বলিউডে তাবড় অভিনেতারা বারেবারেই যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন। জীবনের বিভিন্ন প্রান্তে কোনও না কোনও সময় যৌন হেনস্থার শিকার হতে হয়েছে তাঁদের। কখনও পরিবারের তথাকথিত আপনজন আবার কখনও বা প্রতিবেশী বিরুদ্ধে উঠেছে অভিযোগ। হেনস্থার শিকার হয়েছেন খোদ অক্ষয় কুমারও।
অক্ষয় একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন জীবনের সেই ভয়াবহ স্মৃতির কথা। তখন ছিল খুবই ছোট। বয়স আন্দাজ ছয় বছর। সেই সময়েই ঘটে সেই ঘটনা। অভিনেতা যাচ্ছিলেন তাঁর প্রতিবেশীর বাড়ির। সেই সময়ই লিফট ম্যান হেনস্থা করে তাঁকে, জানিয়েছিলেন অক্ষয়।
অভিনেতার কথায়, "আমি প্রতিবেশীর বাড়িতে পৌঁছনো মাত্রই সেখানকার লিফটম্যান আমার পশ্চাদদেশে অন্যায্য ভাবে হাত দিতে তাঁকে।" ঘটনায় ভয় পেয়ে যান অক্ষয়।
বাড়িতে এসে বাবাকে সবটা জানিয়েছিলেন তিনি। অনেকক্ষেত্রে বাবা-মা পাশে থাকেন না সন্তানদের। কিন্তু অক্ষয়ের ক্ষেত্রে তেমনটা হয়নি। বাবা তৎক্ষণাৎ ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করেছিলেন।
গ্রেফতারও হন ওই লিফটম্যান। তবে ছোটবেলার স্মৃতি আজও কুঁড়ে কুঁড়ে গ্রাস করে তাঁকে। অক্ষয়ের কথায়, "এখনও পশ্চাৎদেশ কথাটি বলতেও অস্বস্তি বোধ হয় আমার।"