TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 03, 2022 | 9:46 AM
একমাত্র রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ছাড়া প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। তাই ভবিষ্যতে যদি সুযোগ আসে নিঃসন্দেহে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করবেন।
এবার অক্ষয় কুমার রক্ষা বন্ধন ছবি করতে চার্জ নিলেন মোট ১১০ কোটি টাকা। এই খবর ছড়িয়ে পড়েছে বি-টাউন সূত্রে। যার ১০ শতাংশও পাননি ছবির বাকি স্টারেরা।
রুস্তম ছবিতে ব্যবহার করা পোশাক নিয়ে শুরু হয়ে যায় কন্ট্রোভার্সি। যা রীতিমত নিলামে তুলেছিলেন অক্ষয়। তবে একটা সময়ের পর সেই অর্থ তাঁরা সৎ উদ্দেশ্যে ব্যবহারের কথা জানিয়েছিলনে।
লক্ষ্মী বোম্ব ছবির নাম ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। হিন্দু দেবীর নামের সঙ্গে বোম্ব শব্দের ব্যবহারে রেগে দগিয়েছিলেন নেটিজ়েনরা।
রামসেতুর প্রথম পোস্টারেই লেখা ছিল ক্যাপসনে মিথ না বাস্তব! এই প্রসঙ্গেই বেজায় রেগে আগুন হয়ে যায় সকলে। কারণ এতে ভাবাবেগে আঘাত পৌঁছায় বলেই এক শ্রেণীর ছিল দাবি।
সম্প্রতি ইতিহাসের পাতায় সম্রাজ পৃথ্বিরাজের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ঝড়ের গতিতে ট্রোল্ড হলেন অক্ষয় কুমার। শুনতে হল তিনি নাকি কোনওদিন স্কুলই যাননি।