Bangla News Photo gallery Akshaya Tritiya 2024: Lakshmi will be angry forever in Akshaya Tritiya, if you do these mistakes.
Akshaya Tritiya 2024: ভুলেও অক্ষয় তৃতীয়ায় এই জিনিস কিনবেন না! চিরকালের জন্য বিরূপ হতে পারেন ধনলক্ষ্মী
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
May 10, 2024 | 4:52 PM
Lakshmi Blessings: অক্ষয় তৃতীয়ার মতো সবচেয়ে শুভদিনে দানকার্য করাও অত্যন্ত ফলদায়ক। এদিন শুভ ও ভালো কাজ করতে পারেন, কিন্তু তার মধ্যে ভুলেও যেন এই অশুভ কাজগুলি করবেন না। তাতে দ্রুত ক্রোধ বেড়ে যাতে পারে ধনলক্ষ্মীর। তাতে জীবনে নেমে আসতে পারে দারিদ্র্য, দুঃখ-কষ্ট, আর্থিক সমস্যা। অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়, জানুন...
1 / 9
অক্ষয় তৃতীয়ার মতো শুভ ও পবিত্র দিন আর হয় না। এইদিনে যে নতুন কাজ বা প্রকল্প করলেই তাতে সাফল্য মেলে বলে ধারণা হিন্দুদের। শুধু তাই নয়, এর রয়েছে বেশ কিছু ধর্মীয় দিকগুলিও। এদিন দেবী লক্ষ্মীর আরাধনা, সত্যনারায়ণের পুজো করা, সোনা-রূপোর মতো কোনও নামী ধাতু কেনাও প্রচলন রয়েছে।
2 / 9
অক্ষয় তৃতীয়া হল বাঙালির ধনতেরাস। তাই সমৃদ্ধি বৃদ্ধির জন্য সোনা-রূপো-সহ নানা ধাতুর জিনিস, জামাকাপড়, ঝাড়ু ইত্যাদি কিনে থাকেন অনেকেই। কিন্তু শাস্ত্রে এ উল্লেখ নেই যে, এদিন সোনা-রূপোর গয়না কিনতেই হবে।
3 / 9
অক্ষয় তৃতীয়ার মতো সবচেয়ে শুভদিনে দানকার্য করাও অত্যন্ত ফলদায়ক। এদিন শুভ ও ভালো কাজ করতে পারেন, কিন্তু তার মধ্যে ভুলেও যেন এই অশুভ কাজগুলি করবেন না। তাতে দ্রুত ক্রোধ বেড়ে যাতে পারে ধনলক্ষ্মীর। তাতে জীবনে নেমে আসতে পারে দারিদ্র্য, দুঃখ-কষ্ট, আর্থিক সমস্যা। অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়, জানুন...
4 / 9
অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কালো রঙের পোশাক একদম পরবেন না। কালো পোশাক পরলে বা কিনলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যেতে পারে। এছাড়া শুভকাজে কালো রঙ ব্যবহার না করাই ভালো। বিশেষ করে পুজোর সময় কখনওই কালো রঙের পোশাক পরবেন না।
5 / 9
অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। শাস্ত্রসম্মত না হলেও, সোনা ছাড়াও রূপো ও পিতলের মতো খাঁটি ধাতু দিয়ে তৈরি পাত্র কেনাও শুভ। একটি মাটির পাত্র কেনাও খুব শুভ। কিন্তু, এদিনে ভুল করেও প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, কাঁচ বা স্টিলের পাত্র বা অন্যান্য জিনিস কিনবেন না।
6 / 9
অক্ষয় তৃতীয়ার শুভ দিনে কোনও ভুল কাজ করবেন না। যেমন জুয়া খেলা, কারওর সঙ্গে মিথ্যা বলা, প্রতারণা করা থেকে বিরত থাকুন। তাতে বেজায় চটে যান মহালক্ষ্মী। লক্ষ্মীর ক্রোধের জেরে রাজা থেকে গরীব হয়ে যেতে পারেন আপনি।
7 / 9
অক্ষয় তৃতীয়ার দিনে কারওর কাছ থেকে টাকা ধার দেওয়া বা ধার নেবেন না। তাতে লক্ষ্মী ক্রুদ্ধ হন, তাতে আর্থিক সমস্যাও বৃদ্ধি পায়। তাই এদিন মেনে চলুন এই নিয়ম।
8 / 9
অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে পেঁয়াজ, রসুন, মাংস ও মদ খাওয়াও উচিত নয়। এমনা করলে জীবনে নেগেটিভিটি চরম আকার নিতে পারে। দারিদ্র্য ও দুঃখ-কষ্ট বেড়ে যেতে পারে দ্বিগুণ। এদিনে শুধুমাত্র সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। দরিদ্রদের মধ্যে খাবার বিলি করতে পারেন।
9 / 9
অক্ষয় তৃতীয়ার দিন, পুরো ঘর ভালভাবে পরিষ্কার করা উচিত। দেবী লক্ষ্মী তাতে বাড়িতে বাস করেন। অক্ষয় তৃতীয়ার দিন পুজোর বা ঠাকুরের ঘর,নিরাপদ বা অর্থ রাখার স্থান বিশেষ করে বাড়ির প্রধান দরজা একেবারে নোংরা রাখবেন না।