আল নাসেরে ইতিমধ্যেই অভিষেক হয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তবে সেটা সৌদি প্রো লিগের ম্যাচে। আল এত্তিহাদের বিরুদ্ধে রোনাল্ডোর আল নাসের জিতেছিল ১-০ গোলে। (ছবি : টুইটার)
ব্রাজিলিয়ান স্ট্রাইকার তালিস্কা ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন। রোনাল্ডো গোল করতে না পারলেও ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে নজর কেড়েছিলেন। আজ আল নাসেরে দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছেন সিআর সেভেন। (ছবি : টুইটার)
আজ সৌদি সুপার কাপের দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হতে চলেছে আল নাসের ও আল ইত্তিহাদ। এ দিনই প্রথম সেমিফাইনালে খেলবে আল হিলাল ও আল ফেইয়া। (ছবি : টুইটার)
প্রথম ম্যাচে সৌদি লিগের দুই শক্তিশালী দল আল হিলাল ও আল নাসের। দু-দলই নিজেদের সেমিফাইনাল জিতলে সুপার কাপ ফাইনালে দেখা হবে। (ছবি : টুইটার)
রোনাল্ডো আল নাসেরের হয়ে গোল করতে পারেননি। তবে সৌদি আরবে ইতিমধ্যেই গোলের খাতা খুলেছেন। রিয়াধ অলস্টার দলের হয়ে পিএসজির বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছেন। (ছবি : টুইটার)
পিএসজির কাছে ৪-৫ গোলে রিয়াধ হারলেও জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার রেকর্ড অর্থে সই করা ক্লাবের হয়ে গোল করতে মুখিয়ে রোনাল্ডো। (ছবি : টুইটার)
রিয়াধের প্রচণ্ড টান্ডায় দারুণ প্রস্তুতি সেরেছে আল নাসের। রোনাল্ডো এবং তাঁর সতীর্থদের প্রস্তুতিতে খোশ মেজাজেই দেখা গিয়েছে। এ বার ম্যাচে নামার পালা। রোনাল্ডোর সিউউউ সেলিব্রেশন দেখার অপেক্ষায় আল নাসের সমর্থকরা। (ছবি : টুইটার)