Relationship Gossip: বিচ্ছেদের পরও বিবাদ তুঙ্গে, মদ্যপ অবস্থায় ঐশ্বর্যকে মার, সলমনের আর কোন কুকীর্তি ফাঁস করেছিলেন ঐশ্বর্য
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 24, 2022 | 4:49 PM
Salman khan: শেষে পরিস্থিতি নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্য। সাফ জানিয়ে ছিলেন যে তাঁর সঙ্গে সলমন খান ঠিকভাবে আচরণ করতেন তাঁর পক্ষে সম্পর্কে থাকা সম্ভবপর ছিল না।
1 / 6
২০০২ সালে বিচ্ছেদ হয়ে গিয়েছিল ঐশ্বর্য ও সলমন খানের। টানা দুবছরের প্রেম। ভেতরের কাহিনি অজানাই ছিল ভক্তদের কাছে। তবে এই বিচ্ছেদ অনেকেই চাননি।
2 / 6
শেষে পরিস্থিতি নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্য। সাফ জানিয়ে ছিলেন যে তাঁর সঙ্গে সলমন খান ঠিকভাবে আচরণ করতেন তাঁর পক্ষে সম্পর্কে থাকা সম্ভবপর ছিল না।
3 / 6
কারণ হিসেবে তিনি জানান, সন্দেহ তো ছিলই, সঙ্গে সলমনের জন্য নষ্ট হচ্ছিল কেরিয়ার। রীতিমত গায়ে হাত তুলতেন সলমন খান। ভাগ্যের জোরে কোথাও দাগ থাকত না।
4 / 6
তিনি হাসি মুখে থাকতেন, কাউকে কিছু বুঝতে দিতেন না। শাহরুখ খান থেকে শুরু করে অভিষেক বচ্চন, সকলের সঙ্গে নাম জড়িয়ে ছিল তাঁর। কিন্তু আদেও তা সত্যি ছিল না।
5 / 6
বিচ্ছেদের পরও বারে বারে আসত ফোন। চুপচাপ সব সহ্য করতেন ঐশ্বর্য। কুকথার বন্যা বয়ে যেত অপরদিক থেকে। কাঁদতেন ঐশ্বর্য কিন্তু অবশেষে আর পেরে উঠছিলেন না।
6 / 6
মদ্যপ অবস্থাতে ঐশ্বর্যের গায়ে হাত তুলতেও পিছপা হননি তিনি। ভয়ে প্রতিটা মুহূর্তে নিজেকে গুঁটিয়ে রাখতেন ঐশ্বর্য। সেই শেষ, তারপর আর কখনও সলমনকে নিয়ে কোনও কথা বলেননি ঐশ্বর্য।