৭৩ বছরের যুবকের আজ জন্মদিন। বছর ৭৩-এর এই যুবককে সিনেপ্রেমী মানুষ চেনেন। ইনি পরিচালক তথা প্রযোজক মহেশ ভাট। আজ অর্থাৎ ২০ সেপ্টেম্বর তিনি বার্থডে বয়।
৭৩ বছরের যুবক। বাবার জন্য এই বিশেষণ ব্যবহার করেছেন নায়িকা আলিয়া ভাট। বেলুন দিয়ে সাজিয়ে, কেক কেটে বাবার জন্মদিন সেলিব্রেশনে কোনও ত্রুটি রাখেননি আলিয়া।
মহেশের জন্মদিন সেলিব্রেশনে আলিয়ার সঙ্গে হাজির ছিলেন প্রেমিক তথা অভিনেতা রণবীর কাপুর। দুই তারকার পারিবারিক অনুষ্ঠানে দুই তারকার উপস্থিতি গত বেশ কয়েকদিন ধরেই স্বাভাবিক। সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা পরিচালক মহেশের আর এক কন্যা পূজা ভাটও।
হ্যাপি বার্থডে পপস লেখা বেলুন দিয়ে বাবার জন্মদিনে সাজিয়েছিলেন আলিয়া এবং পূজা। আ প্যাশন দ্যাট বার্নস উইদআউট পারপাস লেখা টিশার্ট পরেছিলেন মহেশ। পূজা ক্যাপশনে লিখেছেন, দ্য বার্থডে বয়... কিন্তু যে মেয়েরা আয়োজন করল, তাদের মিস করবেন না।
এই আয়োজনে উপস্থিত ছিলেন আলিয়ার মা তথা অভিনেত্রী সোনি রাজদানও। ইনস্টাগ্রাম স্টোরিতে সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন তিনি।
চকোলেট কেক, পুডিং, কাস্টার্ড ছিল রাতের মেনুতে। আজো দিনভর নাকি মহেশের পছন্দের খাবারই তৈরি হবে বাড়িতে।
মহেশের পরিচালনায় ‘সড়ক ২’-এ অভিনয় করেছেন দুই বোন পূজা এবং আলিয়া। আপাতত সে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।