Baiju Bawra: ভন্সালীর ‘বৈজু-বাওরা’তে প্রধান জুটি হিসেবে থাকছেন এই দুই তারকা

এর আগে 'গাল্লি বয়' ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। শোনা যাচ্ছে, সেই জুটিকেই এবার ভন্সালী কাস্ট করেছেন তাঁর আসন্ন 'বৈজু বাওয়া'র জন্য। সব ঠিক থাকলে এ বছর অক্টোবর থেকেই নাকি শুরু হবে শুটিং।

| Edited By: Sneha Sengupta

Sep 14, 2021 | 4:29 PM

1 / 7
 বিগত কয়েকদিন ধরেই নানা কারণে সংবাদের শিরোনামে সঞ্জয় লীলা ভন্সালীর ছবি 'বৈজু বাওরা'।

বিগত কয়েকদিন ধরেই নানা কারণে সংবাদের শিরোনামে সঞ্জয় লীলা ভন্সালীর ছবি 'বৈজু বাওরা'।

2 / 7
প্রথমে শোনা গিয়েছিল, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে নাকি কাস্ট করার কথা ভেবেছিলেন সঞ্জয়।

প্রথমে শোনা গিয়েছিল, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে নাকি কাস্ট করার কথা ভেবেছিলেন সঞ্জয়।

3 / 7
কিন্তু পরে জানা যায়, দীপিকা ও রণবীর কাজ করছেন না ছবিতে। ভন্সালী রণবীরের প্রথম পরিচালক ঠিকই। কিন্তু 'সাওয়ারিয়ার'র পর আর তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। 'গুজারিশ' ছবিতে তাঁকে সাপোর্টিং চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন ভন্সালী। সে সময় লিড চরিত্রে অভিনয় করার পর পার্শ্ব চরিত্রে কাজ করতে রাজি ছিলেন না রণবীর। এদিকে পুরুষ লিডের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা।

কিন্তু পরে জানা যায়, দীপিকা ও রণবীর কাজ করছেন না ছবিতে। ভন্সালী রণবীরের প্রথম পরিচালক ঠিকই। কিন্তু 'সাওয়ারিয়ার'র পর আর তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। 'গুজারিশ' ছবিতে তাঁকে সাপোর্টিং চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন ভন্সালী। সে সময় লিড চরিত্রে অভিনয় করার পর পার্শ্ব চরিত্রে কাজ করতে রাজি ছিলেন না রণবীর। এদিকে পুরুষ লিডের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা।

4 / 7
শোনা যাচ্ছে, 'বৈজু বাওয়া'তেও নাকি একে অপরের বিপরীতে অভিনয় করতে পারেন রণবীর সিং ও আলিয়া ভাট। প্রসঙ্গত, ভন্সালীর 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'তে অভিনয় করছেন আলিয়া। তাঁর কাছে নাকি 'বৈজু বাওয়া'র অফারও গিয়েছে।

শোনা যাচ্ছে, 'বৈজু বাওয়া'তেও নাকি একে অপরের বিপরীতে অভিনয় করতে পারেন রণবীর সিং ও আলিয়া ভাট। প্রসঙ্গত, ভন্সালীর 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'তে অভিনয় করছেন আলিয়া। তাঁর কাছে নাকি 'বৈজু বাওয়া'র অফারও গিয়েছে।

5 / 7
ছবির জন্য প্রথম সই করেছেন রণবীর সিং। তিনিই নাকি ছিলেন ভন্সালীর প্রথম পছন্দ। রণবীর কাপুর নন। ছবির সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছেন, "চরিত্রে দরকার উন্মাদনা। সেই উন্মাদনা উপস্থাপন করতে পারেন একমাত্র রণবীরই।"

ছবির জন্য প্রথম সই করেছেন রণবীর সিং। তিনিই নাকি ছিলেন ভন্সালীর প্রথম পছন্দ। রণবীর কাপুর নন। ছবির সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছেন, "চরিত্রে দরকার উন্মাদনা। সেই উন্মাদনা উপস্থাপন করতে পারেন একমাত্র রণবীরই।"

6 / 7
ছবির চিত্রনাট্য পড়ে দারুণ পছন্দ হয়েছে আলিয়ার। তিনি নাকি বলেই ফেলেছেন, এত ভাল চিত্রনাট্য আগে পড়েননি।

ছবির চিত্রনাট্য পড়ে দারুণ পছন্দ হয়েছে আলিয়ার। তিনি নাকি বলেই ফেলেছেন, এত ভাল চিত্রনাট্য আগে পড়েননি।

7 / 7
এদিকে ভন্সালীরও মনে হয়েছে চরিত্রের জন্য আলিয়াই উপযুক্ত অভিনেত্রী। সব ঠিক থাকলে এবছর অক্টোবরেই শুরু হবে ছবির শুটিং। তার জন্য এখন থেকেই বিশাল বড় সেট তৈরি হচ্ছে ফিল্ম সিটিতে।

এদিকে ভন্সালীরও মনে হয়েছে চরিত্রের জন্য আলিয়াই উপযুক্ত অভিনেত্রী। সব ঠিক থাকলে এবছর অক্টোবরেই শুরু হবে ছবির শুটিং। তার জন্য এখন থেকেই বিশাল বড় সেট তৈরি হচ্ছে ফিল্ম সিটিতে।