
আসন্ন সিনেমা আরআরআর এবং ব্রক্ষ্মাস্ত্র-এর প্রোমোশানে ব্যস্ত অভিনেত্রী আলিয়া ভাট। প্রোমোশানে নজর কাড়া লুকে ধরা দিচ্ছেন অভিনেত্রী।

সোনালি রঙের লেহেঙ্গা পরে আলিয়ার এই লুক নজর কেড়েছে অনুরাগীদের।

সব্যসাচীর ডিজাইন করা ভেলভেটর লেহেঙ্গায় সদ্য একটি ফটোশ্যুট সারেন অভিনেত্রী।

কানে বড় দুল, খোলা চুলে আলিয়ার লুক চোখ ধাঁধিয়েছে নেটিজেনের। আলিয়ার স্টাইলিস্ট ওমি প্যাটেল।

লেহেঙ্গা সেটটি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের লেবেলের। আলিয়া সব্যসাচী হেরিটেজ জুয়েলারি পরেছেন। পোশাক জুড়ে এম্ব্রয়ডারি কাজ করা।