Alia Bhatt Motherhood: পাল্টে গেলেন আলিয়া, মা হওয়ার পর কী কী পরিবর্তন ঘটল, জানালেন নিজেই…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 13, 2023 | 3:38 PM

Alia Bhatt: রাহা অর্থাৎ তাঁদের কন্যা সন্তানের মুখ তাঁরা দেখাতে নারাজ। তবে পর্দার আড়ালে নিজে থাকেননি আলিয়া।

1 / 6
আলিয়া ভাট।

আলিয়া ভাট।

2 / 6
তবে এখনই রাহা অর্থাৎ তাঁদের কন্যা সন্তানের মুখ তাঁরা দেখাতে নারাজ। পর্দার আড়ালে নিজে থাকেননি আলিয়া। উল্টে প্রেগনেন্সি ফ্যাশনে নয়া ঝড় তুলেছিলেন তিনি।

তবে এখনই রাহা অর্থাৎ তাঁদের কন্যা সন্তানের মুখ তাঁরা দেখাতে নারাজ। পর্দার আড়ালে নিজে থাকেননি আলিয়া। উল্টে প্রেগনেন্সি ফ্যাশনে নয়া ঝড় তুলেছিলেন তিনি।

3 / 6
মাত্র কয়েকদিনের ছুটি নিয়েই আবারও সকলের সামনে হাজির আলিয়া ভাট। তবে বদল এসেছে একাধিক। আলিয়া জানান, সন্তান জন্মের পর পাল্টে গিয়েছে তাঁর শরীরের অনেক কিছু।

মাত্র কয়েকদিনের ছুটি নিয়েই আবারও সকলের সামনে হাজির আলিয়া ভাট। তবে বদল এসেছে একাধিক। আলিয়া জানান, সন্তান জন্মের পর পাল্টে গিয়েছে তাঁর শরীরের অনেক কিছু।

4 / 6
তাঁর চুলে বদল এসেছে, জীবনে অগ্রাধিকারের তালিকা পাল্টে গিয়েছে, তাঁর লক্ষ্য পাল্টে গিয়েছে। আর এই পরিবর্তনই তাঁর হৃদয়কে আরও বেড়ে উঠতে পরিণত হতে সাহায্য করছে।

তাঁর চুলে বদল এসেছে, জীবনে অগ্রাধিকারের তালিকা পাল্টে গিয়েছে, তাঁর লক্ষ্য পাল্টে গিয়েছে। আর এই পরিবর্তনই তাঁর হৃদয়কে আরও বেড়ে উঠতে পরিণত হতে সাহায্য করছে।

5 / 6
সম্প্রতি প্রকাশ্যে এনেছিলেন রাহাকে এই জুটি। দেখা করান সকলের সঙ্গে। তবে লাভের লাভ কিছুই হয়নি। কারণ পাপরাজিৎরা সেই ছবি প্রকাশ্যে আনতে পারেননি। সকলের কাছে এই অনুরোধই করেছিলেন জুটি।

সম্প্রতি প্রকাশ্যে এনেছিলেন রাহাকে এই জুটি। দেখা করান সকলের সঙ্গে। তবে লাভের লাভ কিছুই হয়নি। কারণ পাপরাজিৎরা সেই ছবি প্রকাশ্যে আনতে পারেননি। সকলের কাছে এই অনুরোধই করেছিলেন জুটি।

6 / 6
তবে একটা নির্দিষ্ট সময়ের পর তাঁরা রাহাকে সামনে আনবেন, এমন কথাও দেন এদিন জুটি। এখন বেশিরভাগ সময়টাই আলিয়া ভাট চান তাঁর সন্তানকে দিতে। তবে মাঝে মধ্যে কাজের কথাও সমান তালে বলে চলেছেন কাপুর পরিবরারের পুত্রবধূ।

তবে একটা নির্দিষ্ট সময়ের পর তাঁরা রাহাকে সামনে আনবেন, এমন কথাও দেন এদিন জুটি। এখন বেশিরভাগ সময়টাই আলিয়া ভাট চান তাঁর সন্তানকে দিতে। তবে মাঝে মধ্যে কাজের কথাও সমান তালে বলে চলেছেন কাপুর পরিবরারের পুত্রবধূ।

Next Photo Gallery