Bangla News Photo gallery Alia Bhatt white off shoulder gown before Gangubai Kathiawadi premiere at Berlin International Film Festival
Alia Bhatt: বার্লিনের মাটিতে ‘গাঙ্গুবাই’! ডলসে অ্যান্ড গাব্বানার সাদার সাজে মেতে উঠলেন আলিয়া
TV9 Bangla Digital | Edited By: megha
Feb 16, 2022 | 3:52 PM
৭২ তম বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সেখানে ‘ডলসে অ্যান্ড গাব্বানা’-এর সাদা অফ-শোল্ডার গাউনে নজর কাড়লেন আলিয়া ভাট।
1 / 6
৭২ তম বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সেখানে ‘ডলসে অ্যান্ড গাব্বানা’-এর সাদা অফ-শোল্ডার গাউনে নজর কাড়লেন আলিয়া ভাট।
2 / 6
‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার প্রোমোশন জুড়ে আলিয়াকে দেখা গেছে সাদার সাজে। মিনিমাল মেকআপ লুক আর চুলে গোলাপ হচ্ছে ‘গাঙ্গুবাই’য়ের স্টাইল। সেই স্টাইলকেই বিদেশি ছোঁয়া দিয়েছেন বার্লিনের মাটিতে।
3 / 6
আলিয়ার এই সাদা অফ-শোল্ডার গাউন ডিজাইন করেছে ডলসে অ্যান্ড গাব্বানা। এর সঙ্গে মাস্কারা, লিপস্টিক, ব্লাশিংয়েই নিজেকে সুন্দর করে সাজিয়েছেন আলিয়া। এই ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নায়িকা। লিখেছেন, 'বার্লিন বেবি'...
4 / 6
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সিনেমার প্রোমোশনের কারণে পেজ থ্রির পাতায় শীর্ষে রয়েছেন আলিয়া ভাট। সিনেমার চরিত্রের কারণে তাঁকে যে কোনও ইভেন্ট বা প্রোমোশনের কারণে সাদা শাড়ি ও ক্লাসিক লুকে দেখতে পাওয়া যাচ্ছে। আক্ষরিক অর্থে ইন্টারনেটে আলিয়ার এই লুক এখন বেশ ট্রেন্ডি হয়ে গিয়েছে।
5 / 6
এই ধারাকে বজায় রেখেছেন বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। খোলা চুলে পিচ রঙের গোলাপ আর জিপসি দিয়ে সাজিয়ে তুলেছেন নিজেকে। মেকআপেও বজায় রেখেছেন সেই উজ্জ্বল দীপ্ত।
6 / 6
২৫ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পেতে চলেছে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'। তবে তার আগেই ৭২তম বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা। সঞ্জয় লীলা বনসালির প্রথম সিনেমা হিসেবে এটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হচ্ছে। তবে আলিয়ার এটি তৃতীয় সিনেমা। এর আগে ‘হাইওয়ে’ ও ‘গালি বয়’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ বিভাগে প্রদর্শিত হয়েছিল এবং প্রশংসাও পেয়েছিল।