Romeo Beckham: রোমিও বেকহ্যামের ‘জুলিয়েট’কে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 13, 2023 | 8:00 AM

David Beckham's son : বেকহ্যামের ৩১ মিলিয়ন ইউরোর বাড়িতে রোমিওর আলাদা একটি কোয়ার্টার রয়েছে।

1 / 6
সম্প্রতি ইন্টার মিয়ামি থেকে লোনে ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামের ছেলে রোমিও বেকহ্যাম। ছবি: টুইটার

সম্প্রতি ইন্টার মিয়ামি থেকে লোনে ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামের ছেলে রোমিও বেকহ্যাম। ছবি: টুইটার

2 / 6
২০ বছরের রোমিওর বিলাসবহুল জীবনযাপন। বেকহ্যামের ৩১ মিলিয়ন ইউরোর বাড়িতে রোমিওর আলাদা একটি কোয়ার্টার রয়েছে। ছবি: টুইটার

২০ বছরের রোমিওর বিলাসবহুল জীবনযাপন। বেকহ্যামের ৩১ মিলিয়ন ইউরোর বাড়িতে রোমিওর আলাদা একটি কোয়ার্টার রয়েছে। ছবি: টুইটার

3 / 6
২০১৯ থেকে ব্রিটিশ সুপার মডেল মিয়া রেগানকে ডেট করছেন রোমিও। তাঁর 'জুলিয়েট'কে নিয়ে মাঝে মধ্যেই নিজস্ব প্রমোদতরীতে চেপে বেরিয়ে পড়েন। ছবি: টুইটার

২০১৯ থেকে ব্রিটিশ সুপার মডেল মিয়া রেগানকে ডেট করছেন রোমিও। তাঁর 'জুলিয়েট'কে নিয়ে মাঝে মধ্যেই নিজস্ব প্রমোদতরীতে চেপে বেরিয়ে পড়েন। ছবি: টুইটার

4 / 6
ইন্টার মিয়ামিতেই ফুটবলে হাতেখড়ি রোমিওর। সেখানে থাকার সময় (২০২০) ১৯ মিলিয়নের পেন্ট হাউসে থাকতেন ২০ বছরের তরুণ ফুটবলার। এটির মধ্যে সুইমিং পুলও অবধি ছিল। ছবি: টুইটার

ইন্টার মিয়ামিতেই ফুটবলে হাতেখড়ি রোমিওর। সেখানে থাকার সময় (২০২০) ১৯ মিলিয়নের পেন্ট হাউসে থাকতেন ২০ বছরের তরুণ ফুটবলার। এটির মধ্যে সুইমিং পুলও অবধি ছিল। ছবি: টুইটার

5 / 6
ছেলেবেলায় মডেলিং করতেন রোমিও। জনপ্রিয় ম্যাগাজিন ভোগ ও জিকিউতে মাত্র ১২ বছর বয়সেই বেরিয়েছিল রোমিওর ছবি। ছবি: টুইটার

ছেলেবেলায় মডেলিং করতেন রোমিও। জনপ্রিয় ম্যাগাজিন ভোগ ও জিকিউতে মাত্র ১২ বছর বয়সেই বেরিয়েছিল রোমিওর ছবি। ছবি: টুইটার

6 / 6
ফুটবলের পাশাপাশি টেনিসেও উৎসাহ ছিল বেকহ্যাম পুত্রের। অ্যান্ডি মারের কাছে প্রশিক্ষণও নেন তিনি। ছবি: টুইটার

ফুটবলের পাশাপাশি টেনিসেও উৎসাহ ছিল বেকহ্যাম পুত্রের। অ্যান্ডি মারের কাছে প্রশিক্ষণও নেন তিনি। ছবি: টুইটার

Next Photo Gallery