চলতি মার্চ মাসের ৪ ও ৫ মার্চ লক্ষ্মীরতন শুক্লা অ্যাকাডেমির মাঠে অনুষ্ঠিত হয়েছে হাওড়া ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরি আয়োজিত অল বেঙ্গল অ্যাডভোকেটস কাপ (All Bengal Advocates Cup)। (নিজস্ব চিত্র)
হাওড়া ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরি ছাড়াও এই প্রতিযোগিতায় ব্যারাকপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তমলুক, বসিরহাট, বর্ধমান বারুইপুর সহ মোট ১৯ টি বার অ্যাসোসিয়েশন থেকে প্রায় ৩০০ জন আইনজীবী অংশগ্রহণ করেছিলেন। (নিজস্ব চিত্র)
এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলার বিচারপতি সহ অন্যান্য বিচারকরা। এ ছাড়াও ১৯টি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। (নিজস্ব চিত্র)
হাওড়া জেলা জজ এবং লক্ষ্মীরতন শুক্লা এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল আইনজীবীদের শুভেচ্ছা জানান। (নিজস্ব চিত্র)
এই প্রতিযোগিতার ফাইনালে দুর্গাপুর বার অ্যাসোসিয়েসনকে ১৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন। (নিজস্ব চিত্র)
আকাশ সাউ এই প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনজীবীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার জন্যই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। (নিজস্ব চিত্র)
আইনজীবীদের এই বিরাট টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য এগিয়ে গিয়েছিল TV9 Bangla-ও। (নিজস্ব চিত্র)
দু'দিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট শুধু আইনজীবীদের মধ্যেই নয়, সাড়া ফেলেছে অন্যান্য মহলেও। এই ক্রিকেট টুর্নামেন্টে পেশাদার না হয়েও পেশাদারিত্বই তুলে ধরেছিলেন আইনজীবীরা। (নিজস্ব চিত্র)