আইপিএলের উদ্বোধনী সংস্করণে সর্বাধিক ২২টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জিতেছিলেন রাজস্থান রয়্যালসের সোহেল তনভীর। পাকিস্তানের এই বাঁ হাতি পেসারের বোলিং অ্যাকশন ব্য়তিক্রমী ছিল। ছবি : টুইটার
আইপিএলের দ্বিতীয় সংস্করণ অর্থাৎ ২০০৯ সালে সর্বাধিক ২৩ উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জিতেছিলেন বাঁ হাতি পেসার আরপি সিং। ডেকান চার্জার্সের হয়ে এই পারফরম্য়ান্স তাঁর। ছবি : টুইটার
টানা দ্বিতীয় বার ডেকান চার্জার্সের হাতেই পার্পল ক্য়াপ উঠেছিল। ২০১০ সালের আইপিএলে ২১টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জেতেন বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। ছবি : টুইটার
২০১১ সালের আইপিএলে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন লাসিথ মালিঙ্গা। ২৮টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জিতেছিলেন মালিঙ্গা। ছবি : টুইটার
২০১২ সালের আইপিএলে পার্পল ক্য়াপ জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মর্নে মরকেল। সে বার ২৫টি উইকেট নিয়েছিলেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে। ছবি : টুইটার
আইপিএলে দু-বার পার্পল ক্য়াপ জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। প্রথম বার ২০১৩ সালে ৩২টি উইকেট এবং ২০১৫ আইপিএলে ২৬টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জেতেন চেন্নাই সুপার কিংসের ডিজে ব্র্যাভো। ছবি : টুইটার
২০১৪ সালের আইপিএলে ২৩টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জেতেন চেন্নাই সুপার কিংসের মিডিয়াম পেসার মোহিত শর্মা। ছবি : টুইটার
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে দু-বার পার্পল ক্য়াপ জেতেন ভুবনেশ্বর কুমার। ২০১৬ ও ২০১৭ সালে যথাক্রমে ২৩ ও ২৬টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জিতেছিলেন ভুবনেশ্বর কুমার। ছবি : টুইটার
২০১৮ সালের আইপিএলে পার্পল ক্য়াপ জেতেন অজি অলরাউন্ডার অ্যান্ড্রু টাই। কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) হয়ে ২৪টি উইকেট নিয়েছিলেন টাই। ছবি : টুইটার
২০১৯ আইপিএলে লেগস্পিনের জাদু দেখিয়েছিলেন ইমরান তাহির। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২৬টি উইকেট নিয়ে জিতেছিলেন পার্পল ক্য়াপ। ছবি : টুইটার
২০২০ সালের আইপিএলে পার্পল ক্য়াপ জেতেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। দিল্লি ক্য়াপিটালসের জার্সিতে ৩০টি উইকেট নিয়েছিলেন রাবাডা। ছবি : টুইটার
২০২১ সালের আইপিএলে পার্পল ক্য়াপ জেতেন রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের মিডিয়াম পেসার হর্ষল প্য়াটেল। ৩২টি উইকেট নিয়েছিলেন হর্ষল। ছবি : টুইটার
আইপিএলের গত সংস্করণ অর্থাৎ ২০২০ সালে পার্পল ক্য়াপ জেতেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের হয়ে ২৭টি উইকেট নিয়েছিলেন চাহাল। ছবি : টুইটার