Photo Gallery: পরলোকগত আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ, অল সোলস’ ডে পালিত হল শহরজুড়ে
TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস
Nov 02, 2021 | 8:49 PM
All Souls' Day 2021: এই একটা দিনে কলকাতা শহরের বিভিন্ন খ্রিষ্টান সমাধিস্থলে এসে মৃত প্রিয়জনদের সমাধিতে আলো জ্বালিয়ে যান আত্মীয়রা। এটা অনেকটা হিন্দুদের মহালয়া, ভূত চতুর্দশী বা মুসলমানদের সবে বরাতের মতো।
1 / 5
কলকাতা: ২ নভেম্বর দিনটি ক্যাথলিক খ্রিষ্টানরা পালন করেন ‘অল সোলস ডে’ 'All Souls' Day" উপলক্ষে তেমনি টালিগঞ্জের খ্রিস্টান কবরস্থানে মৃতদের কবরে মোমবাতি দিয়ে শ্রদ্ধা জানালেম পরিজনেরা। ছবি: সমর দাস
2 / 5
লাতিন আমেরিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে হ্যালোইন উদযাপনের রীতি আলাদা আলাদা। স্থানীয় সংস্কৃতি অনুযায়ী বদলে যায় হ্যালোইন পালনের রীতি। পৃথিবীর নানা প্রান্তে একেক ভাবে পালিত হয় হ্যালোইন বা ‘অল সোলস ডে’। কলকাতাতেও পালিত হল সেই দিন। মৃত পরিজনের আত্মার শান্তি কামনায় জড়ো হলেন বহু মানুষ।
3 / 5
লাতিন আমেরিকায় ‘অল সোলস ডে’ পালিত হয় ‘ডে অফ দ্য ডেড’ নামে। মেক্সিকো ও স্পেনে নভেম্বর মাসের প্রথম দু’দিন পালিত হয় এই মৃতদের দিন। এই দিনগুলোতে মৃতদের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর পরই সকলে মেতে ওঠেন উৎসবে। উৎসবের এই রীতি প্রায় হাজার বছরের প্রচীন।
4 / 5
এই একটা দিনে কলকাতা শহরের বিভিন্ন খ্রিষ্টান সমাধিস্থলে এসে মৃত প্রিয়জনদের সমাধিতে আলো জ্বালিয়ে যান আত্মীয়রা। এটা অনেকটা হিন্দুদের মহালয়া, ভূত চতুর্দশী বা মুসলমানদের সবে বরাতের মতো। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের এই অল সোলস' ডে পালিত হয়। এদিন মৃত আত্মারা জীবিতদের জন্য প্রার্থনা করতে পারেন, তাঁদের আশীর্বাদও করতে পারেন। এই দিনটিতে আলাদা করে তাঁদের জন্যই প্রার্থনা করা, যারা আজ অতীত।
5 / 5
৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর টানা এক সপ্তাহ ‘অল সোলস উইক’ পালন করা হয় অস্ট্রিয়া দেশে। এই এক সপ্তাহ পূর্বপুরুষদের মৃত আত্মার উদ্দেশ্যে ঘরের টেবিলের ওপর খাবার, জল রেখে ল্যাম্প জ্বেলে ঘুমোতে যান অস্ট্রিয়রা। ১ নভেম্বর সন্ধে বেলায় পালিত হয় অল সেন্টস ডে। এ দিন পরিবারের প্রিয়জনদের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানো হয়। পৃথিবীর নানা প্রান্তে ২ নভেম্বর উদযাপিত হয় অল সোলস' ডে।