Birsa Munda Stadium: ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম সম্পর্কে কিছু তথ্য…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 15, 2023 | 7:30 AM

Hockey World Cup 2023: ভারতের মাটিতে বসেছে ১৫তম হকি বিশ্বকাপের আসর। ওড়িশার ভুবনেশ্বর এবং রৌরকেল্লায় হবে এই টুর্নামেন্টের। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম ও রৌরকেল্লায় নবনির্মিত বিরসা মুণ্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে খেলা হবে হকি বিশ্বকাপের ম্যাচগুলি।

1 / 8
এ বারের হকি বিশ্বকাপ (Hockey World Cup 2023) আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। পর পর দু'বার হকি বিশ্বকাপের আয়োজক শহর ওড়িশা। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ভারতীয় হকির উন্নতিতে সর্বতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওড়িশা সরকার। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

এ বারের হকি বিশ্বকাপ (Hockey World Cup 2023) আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। পর পর দু'বার হকি বিশ্বকাপের আয়োজক শহর ওড়িশা। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ভারতীয় হকির উন্নতিতে সর্বতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওড়িশা সরকার। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

2 / 8
নবীন পট্টনায়েকের ওড়িশা সরকার বিশ্বমানের হকি স্টেডিয়াম, অ্যাকাডেমি সব কিছু তৈরিতেই সাহায্যের হাত বাড়িয়েছে। যারই ফল রৌরকেল্লার বিরসা মুণ্ডা স্টেডিয়াম (Birsa Munda Stadium)। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

নবীন পট্টনায়েকের ওড়িশা সরকার বিশ্বমানের হকি স্টেডিয়াম, অ্যাকাডেমি সব কিছু তৈরিতেই সাহায্যের হাত বাড়িয়েছে। যারই ফল রৌরকেল্লার বিরসা মুণ্ডা স্টেডিয়াম (Birsa Munda Stadium)। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

3 / 8
উল্লেখ্য চলতি হকি বিশ্বকাপের ৪৪টি ম্যাচের মধ্যে ২০টি ম্যাচ রাখা হয়েছে রৌরকেল্লার বিরসা মুণ্ডা স্টেডিয়ামে। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

উল্লেখ্য চলতি হকি বিশ্বকাপের ৪৪টি ম্যাচের মধ্যে ২০টি ম্যাচ রাখা হয়েছে রৌরকেল্লার বিরসা মুণ্ডা স্টেডিয়ামে। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

4 / 8
রৌরকেল্লার নবনির্মিত হকি স্টেডিয়ামটি ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

রৌরকেল্লার নবনির্মিত হকি স্টেডিয়ামটি ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

5 / 8
বিরসা মুণ্ডা হকি স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা ২১ হাজার। লাহোরের ন্যাশনাল হকি স্টেডিয়াম, চণ্ডীগড় হকি স্টেডিয়াম এবং লস অ্যাঞ্জেলেসের উইনগার্ট স্টেডিয়ামে আরও বেশি লোক বসতে পারে কারণ তাদের ছাদেও বসার ব্যবস্থা রয়েছে। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

বিরসা মুণ্ডা হকি স্টেডিয়ামে দর্শক আসন সংখ্যা ২১ হাজার। লাহোরের ন্যাশনাল হকি স্টেডিয়াম, চণ্ডীগড় হকি স্টেডিয়াম এবং লস অ্যাঞ্জেলেসের উইনগার্ট স্টেডিয়ামে আরও বেশি লোক বসতে পারে কারণ তাদের ছাদেও বসার ব্যবস্থা রয়েছে। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

6 / 8
ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার নামানুসারে স্টেডিয়ামটি ওড়িশার সুন্দরগড় জেলার বিজু পট্টনায়েক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসের ভিতরে ৫০ একর জমিতে তৈরি করা হয়েছে এই স্টেডিয়ামটি। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার নামানুসারে স্টেডিয়ামটি ওড়িশার সুন্দরগড় জেলার বিজু পট্টনায়েক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসের ভিতরে ৫০ একর জমিতে তৈরি করা হয়েছে এই স্টেডিয়ামটি। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

7 / 8
সুন্দরগড় জেলাকে ভারতের উদীয়মান হকি প্রতিভাদের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এবং প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় ও বর্তমান হকি ইন্ডিয়ার চেয়ারম্যান দিলীপ তিরকে এবং সুনিতা লাকরার মতো কিংবদন্তি তৈরি করেছে। জানা গিয়েছে স্টেডিয়ামটি তৈরি করতে সময় লেগেছে ১৫ মাস। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

সুন্দরগড় জেলাকে ভারতের উদীয়মান হকি প্রতিভাদের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এবং প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় ও বর্তমান হকি ইন্ডিয়ার চেয়ারম্যান দিলীপ তিরকে এবং সুনিতা লাকরার মতো কিংবদন্তি তৈরি করেছে। জানা গিয়েছে স্টেডিয়ামটি তৈরি করতে সময় লেগেছে ১৫ মাস। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

8 / 8
বিরসা মুণ্ডা হকি স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ২০২৩ এর ৫ জানুয়ারি উদ্বোধন করেছিলেন। এই স্টেডিয়ামে ১৩ জানুয়ারি স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচটিও হয়েছিল। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

বিরসা মুণ্ডা হকি স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ২০২৩ এর ৫ জানুয়ারি উদ্বোধন করেছিলেন। এই স্টেডিয়ামে ১৩ জানুয়ারি স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচটিও হয়েছিল। (ছবি-ওড়িশা স্পোর্টস টুইটার)

Next Photo Gallery