শুধু আবু ধাবিতেই নয়, বিশ্বের এই ৯ মুুসলিম দেশে রয়েছে হিন্দু মন্দির, দেখুন
These 9 Muslim countries have Hindu temples: ২২ জানুয়ারি রাম জন্মবূমি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম জন্মভূমি মন্দিরের। তার প্রায় এক মাসের মধ্যেই দ্বারোদ্ঘাটন হতে চলেছে, বিশ্বের সবথেকে বড় রাম মন্দিরের। মুসলিম বিশ্বের কেন্দ্রস্থল বলা যায় সংযুক্ত আরব আমিরশাহি। আর এই দেশেই তৈরি করা হয়েছে এই মন্দিরটি। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক মুসলিম দেশে বিশ্বের সর্ববৃহৎ রাম মন্দিরের প্রতিষ্ঠা, নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হল নেপাল। এছাড়া, একমাত্র ভারতেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা। তবে, সুপ্রাচীন কাল থেকেই সারা বিশ্ব জুডে ছড়িয়ে পড়েছিল হিন্দুরা। আর তাঁরা সঙ্গে করে নিয়ে গিয়েছিল ঐতিহ্যকে, সংস্কৃতিকে। আর এভাবেই ভারতের বাইরেও তৈরি হয়েছে বেশ কিছু হিন্দু মন্দির। এর মধ্যে রয়েছে বেশ কিছু মুসলিম দেশও। আবু ধাবিতে বিশ্বের সবথেকে বড় রাম মন্দির উদ্বোধনের আগে দেখে নেওয়া যাক মুসলিম দেশগুলিতে অবস্থিত এই রকমই কিছু হিন্দু মন্দির -