Bangla NewsPhoto gallery Alyssa Healy breaks Adam Gilchrist's world record with 170 run knock in ICC World Cup and she creates massive run scoring feat in ICC Women's World Cup 2022 Final
ICC Women's World Cup 2022: আইসিসি বিশ্বকাপের ফাইনালে (পুরুষ ও মহিলা বিশ্বকাপ মিলিয়ে) সর্বোচ্চ রান করার তালিকায় এতদিন ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)। ২০২২ সালে মেয়েদের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রানের অনবদ্য ইনিংসের সুবাদে সেই তালিকায় শীর্ষে পৌঁছে গেলেন অ্যালিসা হিলি (Alyssa Healy)। পুরুষ ও মহিলা বিশ্বকাপ মিলিয়ে টুর্নামেন্টের ফাইনালে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় হিলির পরে রয়েছেন গিলক্রিস্ট, রিকি পন্টিং ও ভিভ রিচার্ডস।