Bangla NewsPhoto gallery Alyssa Healy breaks Adam Gilchrist's world record with 170 run knock in ICC World Cup and she creates massive run scoring feat in ICC Women's World Cup 2022 Final
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Apr 03, 2022 | 3:44 PM
ICC Women's World Cup 2022: আইসিসি বিশ্বকাপের ফাইনালে (পুরুষ ও মহিলা বিশ্বকাপ মিলিয়ে) সর্বোচ্চ রান করার তালিকায় এতদিন ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)। ২০২২ সালে মেয়েদের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রানের অনবদ্য ইনিংসের সুবাদে সেই তালিকায় শীর্ষে পৌঁছে গেলেন অ্যালিসা হিলি (Alyssa Healy)। পুরুষ ও মহিলা বিশ্বকাপ মিলিয়ে টুর্নামেন্টের ফাইনালে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় হিলির পরে রয়েছেন গিলক্রিস্ট, রিকি পন্টিং ও ভিভ রিচার্ডস।
1 / 4
২০২২ সালে মেয়েদের একদিনের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রানের দুরন্ত ইনিংস উপহার দিলেন অ্যালিসা হিলি। আর এই ইনিংসে ভর করেই তিনি টপকে গেলেন গিলক্রিস্ট-পন্টিং-রিচার্ডসদের। (Pic Courtesy - Twitter)
2 / 4
আইসিসি বিশ্বকাপ ফাইনালে সব থেকে বেশি রান করা প্লেয়ারদের তালিকায় দুই নম্বরে রয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। তিনি ২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৯ রান করেছিলেন। (Pic Courtesy - Twitter)
3 / 4
এই তালিকায় তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (Ricky Ponting)। তিনি ২০০৩ সালে ভারতের বিরুদ্ধে ১৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। (Pic Courtesy - ESPNCRICINFO)
4 / 4
এই তালিকায় চার নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস (Viv Richards)। ১৯৭৯ সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে ১৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। (Pic Courtesy - ESPNCRICINFO)