IND W vs SA W: অভিষেকে নজর কাড়লেন আমনজোৎ, দীপ্তিদের দাপটে জয় ভারতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 20, 2023 | 3:07 PM

Amanjot Kaur: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-২০ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয় স্মৃতি মান্ধানাদের। জাতীয় দলের জার্সিতে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন বছর তেইশের আমনজোৎ কৌর।

1 / 8
দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে শুরু হয়েছে ভারত (India), দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ত্রিদেশীয় সিরিজ। এই ত্রিদেশী সিরিজের ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে শুরু হয়েছে ভারত (India), দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ত্রিদেশীয় সিরিজ। এই ত্রিদেশী সিরিজের ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

2 / 8
এই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই প্রোটিয়াদের বিরুদ্ধে নেমেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে ২৭ রানে জিতেছে ভারতের মেয়েরা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

এই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই প্রোটিয়াদের বিরুদ্ধে নেমেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে ২৭ রানে জিতেছে ভারতের মেয়েরা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

3 / 8
টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ভারত নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছিল।  (ছবি-স্নেহ রানা ইন্সটাগ্রাম)

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ভারত নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছিল। (ছবি-স্নেহ রানা ইন্সটাগ্রাম)

4 / 8
প্রোটিয়াদের বিরুদ্ধে এই ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক হয়েছে বছর তেইশের আমনজোৎ কৌরের। ম্যাচের আগে আমনজোৎ-এর হাতে ডেবিউ ক্যাপ তুলে দেন এই সিরিজে ভারতের অধিনায়ক স্মৃতি মান্ধানা।  (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

প্রোটিয়াদের বিরুদ্ধে এই ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক হয়েছে বছর তেইশের আমনজোৎ কৌরের। ম্যাচের আগে আমনজোৎ-এর হাতে ডেবিউ ক্যাপ তুলে দেন এই সিরিজে ভারতের অধিনায়ক স্মৃতি মান্ধানা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

5 / 8
হরমনপ্রীত কৌর এই ম্যাচে খেলেননি। তাই ম্যাচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি সামলান হরমনপ্রীত কৌর। যস্তিকা ভাটিয়ার সঙ্গে ওপেনিংয়ে নেমে মাত্র ৭ রান করে ড্রেসিংরুমে ফেরেন স্মৃতি।  (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

হরমনপ্রীত কৌর এই ম্যাচে খেলেননি। তাই ম্যাচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন্সি সামলান হরমনপ্রীত কৌর। যস্তিকা ভাটিয়ার সঙ্গে ওপেনিংয়ে নেমে মাত্র ৭ রান করে ড্রেসিংরুমে ফেরেন স্মৃতি। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

6 / 8
অভিষেক ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নামেন আমনজোৎ কৌর। ছিলেন শেষ অবধি। ৩০ বলে ৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আমনজোৎ। অপরাজিত ৪১ রান করার পথে ৭টি চার এসেছে আমনজোৎ-এর ব্যাটে। ষষ্ঠ উইকেটে দীপ্তি শর্মার সঙ্গে ৫০ বলে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন আমনজোৎ। ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

অভিষেক ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নামেন আমনজোৎ কৌর। ছিলেন শেষ অবধি। ৩০ বলে ৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আমনজোৎ। অপরাজিত ৪১ রান করার পথে ৭টি চার এসেছে আমনজোৎ-এর ব্যাটে। ষষ্ঠ উইকেটে দীপ্তি শর্মার সঙ্গে ৫০ বলে ৭৬ রানের পার্টনারশিপ গড়েন আমনজোৎ। ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

7 / 8
ভারতের দেওয়া ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান তোলে। ফলে ২৭ রানে এই ম্যাচ জিতে নেয় উইমেন্স ইন ব্লু। এই ত্রিদেশীয় সিরিজে ভারতের পরের ম্য়াচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ২৩ জানুয়ারি। (ছবি-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট)

ভারতের দেওয়া ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান তোলে। ফলে ২৭ রানে এই ম্যাচ জিতে নেয় উইমেন্স ইন ব্লু। এই ত্রিদেশীয় সিরিজে ভারতের পরের ম্য়াচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ২৩ জানুয়ারি। (ছবি-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট)

8 / 8
ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলন করতে যান ভারতের হয়ে অভিষেক হওয়া আমনজোৎ কৌর। তিনি বলেন, "একটা ঘোরের মধ্যে রয়েছি। বাস্তবে আমার সঙ্গে হয়েছে, এখনও বুঝতে পারছি না। এটা আমার প্রথম প্রেস কনফারেন্স। অভিষেক ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছি। এটা আমি একেবারেই আশা করিনি।"  (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলন করতে যান ভারতের হয়ে অভিষেক হওয়া আমনজোৎ কৌর। তিনি বলেন, "একটা ঘোরের মধ্যে রয়েছি। বাস্তবে আমার সঙ্গে হয়েছে, এখনও বুঝতে পারছি না। এটা আমার প্রথম প্রেস কনফারেন্স। অভিষেক ম্যাচেই প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছি। এটা আমি একেবারেই আশা করিনি।" (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)

Next Photo Gallery
Zareen Khan: ‘এত্ত মোটা হয়ে গিয়েছেন…’, বিমানবন্দরে সলমনের এই নায়িকা দেখে কটাক্ষের বন্যা
New Parliament Building: আধুনিকতা আর সংস্কৃতির মেলবন্ধন! কেমন হবে নয়া সংসদ ভবনের অন্দরমহল? দেখুন ছবি