DIY Face Pack: এই বসন্তে মাত্র চারটি উপাদান ব্যবহারেই উজ্জ্বল হয়ে উঠুক আপনার ত্বক!

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 13, 2022 | 10:22 PM

যখন ত্বকের প্রসঙ্গ আসে, তখন সবাই চায় ঘরোয়া প্রতিকারকে বেছে নিতে, যাতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না পড়ে ত্বকের ওপর। উপরন্ত ঘরোয়া প্রতিকারে ব্যবহার করা হয়, প্রাকৃতিক পুষ্টি সমৃদ্ধ উপাদান, যা ত্বকের যাবতীয় সমস্যা দূর করার পাশাপাশি আপনার ত্বকের স্বাস্থ্যও বজায় রাখতে সাহায্য করে।

1 / 6
গাজরের রস ব্যবহার করলে আপনার ত্বকে হাইড্রেট থাকবে, তার সঙ্গে বজায় রাখবে ত্বকের উজ্জ্বলতা। এটি ত্বককে শীতল রাখবে যার ফলে বলিরেখা, ব্রণ বা ব্রেকআউটের সমস্যা দেখা দেবে না।

গাজরের রস ব্যবহার করলে আপনার ত্বকে হাইড্রেট থাকবে, তার সঙ্গে বজায় রাখবে ত্বকের উজ্জ্বলতা। এটি ত্বককে শীতল রাখবে যার ফলে বলিরেখা, ব্রণ বা ব্রেকআউটের সমস্যা দেখা দেবে না।

2 / 6
এই ফেস প্যাকে ব্যবহার করা হয় হলুদ, অ্যালোভেরা জেল এবং বেসন। এই উপাদানগুলিও ত্বকের ক্ষেত্রে দারুণ সহায়ক। যেমন হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ব্রণ উদ্দীপক জীবাণুর সঙ্গে লড়াই করে ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। উপরন্ত হলুদ ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে।

এই ফেস প্যাকে ব্যবহার করা হয় হলুদ, অ্যালোভেরা জেল এবং বেসন। এই উপাদানগুলিও ত্বকের ক্ষেত্রে দারুণ সহায়ক। যেমন হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ব্রণ উদ্দীপক জীবাণুর সঙ্গে লড়াই করে ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। উপরন্ত হলুদ ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে।

3 / 6
অ্যালোভেরার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা ত্বক গঠনে এবং স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৈলাক্ত ভাব অপসারণের সঙ্গে এটি ত্বককে ময়েশ্চারাইজও করে।

অ্যালোভেরার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা ত্বক গঠনে এবং স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৈলাক্ত ভাব অপসারণের সঙ্গে এটি ত্বককে ময়েশ্চারাইজও করে।

4 / 6
ত্বকের তৈলাক্ত ভাবের কারণে যে ছিদ্র গঠিত হয় সেটি দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে বেসন। ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এই উপাদানটি।

ত্বকের তৈলাক্ত ভাবের কারণে যে ছিদ্র গঠিত হয় সেটি দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে বেসন। ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এই উপাদানটি।

5 / 6
এই ফেস প্যাক তৈরি করার জন্য প্রয়োজন ২ চামচ বেসন, ১/৪ চামচ হলুদ, ১/২ চামচ অ্যালোভেরা জেল এবং ২ চামচ গাজরের রস। এটি চারটি উপাদানকে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন এবং ত্বকের ওপর ভাল করে প্রয়োগ করুন।

এই ফেস প্যাক তৈরি করার জন্য প্রয়োজন ২ চামচ বেসন, ১/৪ চামচ হলুদ, ১/২ চামচ অ্যালোভেরা জেল এবং ২ চামচ গাজরের রস। এটি চারটি উপাদানকে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন এবং ত্বকের ওপর ভাল করে প্রয়োগ করুন।

6 / 6
৩০ মিনিট মত এটি ত্বকের ওপর রাখুন। এরপর প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি সপ্তাহে দু’বার ব্যবহার করলে আপনি তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে রেহাই পাবেন।

৩০ মিনিট মত এটি ত্বকের ওপর রাখুন। এরপর প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি সপ্তাহে দু’বার ব্যবহার করলে আপনি তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে রেহাই পাবেন।

Next Photo Gallery