TV9 Bangla Digital | Edited By: megha
Mar 25, 2022 | 2:22 PM
গরম পড়ার সঙ্গে সঙ্গে তৈলাক্ত ত্বকের সমস্যা বেড়েছে। এর পাশাপাশি ব্রণর সমস্যাও দেখা দিয়েছে। এই সমস্যাকে দূর করতে আপনি বেসনের সাহায্য নিতে পারেন। গরমে ট্যান তুলতে যেমন সহায়ক বেসন, তেমনই ব্রণ ও তৈলাক্ত ত্বকের যত্নেও দারুণ কাজ করে এই বেসন।
তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি হয়। তাই যাঁদের তৈলাক্ত ত্বক তাঁরাও ত্বকে বেসন ব্যবহার করতে পারবেন। বেসনের সঙ্গে কাঁচা দুধ বা দই মিশিয়ে লাগালেই দূর হয়ে ত্বক থেকে অতিরিক্ত তেল।
ব্রণ-প্রবণ ত্বকে বেশ স্ক্রাব ব্যবহার করা উচিত নয়। তবে সপ্তাহে একদিন আপনি বেসনের স্ক্রাব ব্যবহার করতে পারেন। একটি পাত্রে ২ চা চামচ বেসন, ১ চা চামচ ওটস, ১ চা চামচ কর্নফ্লাওয়ার এবং ১ চা চামচ কাঁচা দুধ দিন। সব উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। ১০ মিনিটের জন্য এটি রেখে দিন। এরপর হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
লেবুর রসও ব্রণ দূর করতে সহায়ক। বেসনের সঙ্গে আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন। একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন, ১ চামচ লেবুর রস এবং ১ চামচ ক্রিম যোগ করুন। ভাল করে মিশিয়ে নিন। এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। ১৫-২০ মিনিটের জন্য এটি রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
ব্রণর দাগ থেকে রেহাই পেতেও বেসন ব্যবহার করতে পারেন। বেসনের সঙ্গে দই আর হলুদ মিশিয়ে মুখে লাগালে দূর হয়ে যাবে ব্রণর দাগ।
বেসনের মধ্যে থাকা জিঙ্ক ব্রণর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। বেসনের মধ্যে থাকা ফাইবার রক্তে শর্করার ওপর প্রভাব ফেলে। এই শর্করার জন্য অনেক সময় হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যার জন্য ফুসকুড়ি ও ব্রণর মত ব্রেকআউট দেখা দেয়। সুতরাং ত্বকের ওপর প্রলেপ লাগিয়ে বা বেসন খেয়েও আপনি ব্রণর সমস্যা দূর করতে পারবেন।