TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
Aug 05, 2021 | 11:02 PM
ই-কমার্স সংস্থা অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল (২০২১) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ৫ অগস্ট থেকে ৯ অগস্ট পর্যন্ত চলবে এই সেল। একগুচ্ছ হাই-প্রোফাইল অর্থাৎ অত্যধিক দামি রেঞ্জের ফোনে আকর্ষণীয় ছাড় দিচ্ছে অ্যামাজন। দেখে নেওয়া যাক কোন ফোনে রয়েছে কত ছাড়।
আইফোন ১১- র আসল দাম ৫৪,৯০০ টাকা। অ্যামাজনের এই সেলে চলতি সপ্তাহের জন্য এই ফোন (৬৪ জিবি স্টোরেজ) পাওয়া যাবে ৪৯,৯৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই দিয়ে ফোন কেনার সুযোগও থাকছে ক্রেতাদের জন্য।
আইফোন ১২- র আসল দাম ৭৯,৯০০ টাকা। তবে অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ৬৭,৯৯৯ টাকায়। এক্ষেত্রে এক্সচেঞ্জ অফারে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে এই ফোন কেনার সুযোগ রয়েছে। এই ফোনে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ।
ওয়ানপ্লাস ৯ ৫জি- এই ফোনে একটি বিশেষ কুপনের ভিত্তিতে ৪ হাজার টাকা ছাড় রয়েছে, ফোনিটি কেনা যাবে ৪৫,৯৯৯ টাকায়। এক্সচেঞ্জ অফারে ফোন কেনা যাবে। এক্ষেত্রে ১৩,৪০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। এছাড়া এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় রয়েছে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে।
স্যামসাং গ্যালাক্সি নোট ২০- এই ফোনের আসল দাম ৮৬,০০০ টাকা। তবে অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে ৫৪,৯৯৯ টাকায়। এই মডেলে রয়েছে ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই অপশন, দুটো সুবিধাই প্রযোজ্য রয়েছে এই ফোন কেনার ক্ষেত্রে।
নোকিয়া জি২০- এই ফোন পাওয়া যাবে ১১,৯৯০ টাকায়। তবে এক্ষেত্রেও বিশেষ কুপনের ব্যবস্থা রয়েছে। ৬.৫ ইঞ্চির ডিসপ্লে আর ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে নোকিয়া জি২০ স্মার্টফোনে। এছ্রাও এই ৪জি ফোনে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।
উপরের ফোনগুলো ছাড়াও রেডমি ৯এ, স্যামসাং গ্যালাক্সি এম৩২, রেডমি নোট ১০, ওপ্পো এফ১৭, রিয়েলমি নারজো ৩০- এইসব ফোনেও রয়েছে বিভিন্ন আকর্ষণীয় অফার।