Gold Stock in America: সারা বিশ্ব থেকে টন টন সোনা কিনে খনি তৈরি করছে আমেরিকা! কী ফন্দি আঁটছেন ট্রাম্প?

Gold Stock in America: জানা যাচ্ছে, নিউ ইয়র্কের কোষাগার ভরে গিয়েছে সোনায়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর থেকে নিউ ইয়র্কের কোষাগারে ৬০০ টন বা প্রায় ২০ মিলিয়ন আউন্স সোনা এসেছে।

Gold Stock in America: সারা বিশ্ব থেকে টন টন সোনা কিনে খনি তৈরি করছে আমেরিকা! কী ফন্দি আঁটছেন ট্রাম্প?
ভারতের বাজারে সোনার দাম উর্ধ্বমুখী। একই সঙ্গে দাম বাড়ছে আমেরিকাতেও। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ট্রাম্পের দেশে সোনার চাহিদাও। গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সোনা আমদানি করছে আমেরিকা। সিএনবিসির একটি প্রতিবেদন অনুসারে, আমেরিকায় সোনার বিশাল চাহিদা বিশ্বজুড়ে সোনার বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। অন্যান্য দেশ থেকে সোনা ক্রমাগত নিউ ইয়র্কের কোষাগারে পৌঁছাচ্ছে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডা এবং মেক্সিকো থেকে পণ্য আমদানির উপর ভারী কর আরোপের পর থেকেই এই ট্রেন্ড আরও বেশি করে দেখা যাচ্ছে।

Mar 01, 2025 | 7:23 PM