Weight Loss Journey: কীভাবে ১০৫ কেজি ওজন কমালেন আমেরিকান মহিলা? শুনলে চোখ মাথায় উঠবে
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 02, 2023 | 2:31 PM
Bariatric Surgery Effects: অত্যধিক ওজনের কারণে বিছানা থেকে উঠতে অবধি পারতেন না আমেরিকান মহিলা কেটি পিটারসন। শেষে বেরিয়াট্রিক সার্জারির মাধ্যমে ১০০ কেজির বেশী ওজন ঝরিয়েছেন কেটি।
1 / 8
ওবেসিটি (Obesity) বা স্থুলতা একটি রোগ। যার জন্য বিনা কারণেই মানুষের ওজন বাড়তে শুরু করে। এতে মানুষের কোনও হাত থাকে না। আমার আপনার আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা এই ওবেসিটির শিকার।
2 / 8
এরকমই ওবেসিটির শিকার আমেরিকার কেটি পিটারসন নামে বছর ৪৪-এর এক মহিলা। এক সময় ৪০৮ কেজি ওজন হয়ে গিয়েছিল তাঁর।
3 / 8
ওজনের ভারে ঠিক মতো কথা বলতে, নিঃশ্বাস নিতে পারতেন না তিনি। এমনকি শেষের দিকে বিছানা থেকে ওঠার ক্ষমতা অবধি ছিল না কেটির।
4 / 8
ডায়েট, শরীরচর্চা কিছুতে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত বেরিয়াট্রিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। তবে ২০ টি হাসপাতাল তাঁকে ফিরিয়ে দেয়।
5 / 8
এত ওজন নিয়ে এই অস্ত্রোপচার সম্ভব নয় বলেই জানিয়েছিলেন চিকিৎসকদের একাংশ। তবে কেটিও ছাড়ার পাত্রী নন। শেষ পর্যন্ত ডাঃ রবার্ট কুয়েড তাঁকে আশার আলো দেখান।
6 / 8
তিনি কেটির অস্ত্রোপ্রচারে রাজি হন। রবার্ট বুঝেছিলেন এছাড়া কেটিকে বাঁচানোর আর কোনও রাস্তা নেই। ঝুঁকি নিয়েই এই সিদ্ধান্ত নেন তিনি।
7 / 8
২০২২-এর মে মাসে কেটির গ্যাস্ট্রেক্টোমি সার্জারি হয়। এই সার্জারিতে পাকস্থলীর ৮০ শতাংশ বাদ দিয়ে দেওয়া হয়। বিশেষ করে পাকস্থলীর যে অংশ ক্ষুদা তৈরীর হরমোন তৈরী করে তা বাদ দেওয়া হয়।
8 / 8
সার্জারির পর তাঁর ওজন হয় ২৯৩ কেজি। তাঁর লক্ষ্য এখন ১০২ কেজি। কেটির সার্জারির পর তাঁর চিকিৎসক পিটার জানান, এখনও পর্যন্ত কেটিই তাঁর সবচেয়ে স্থুল রোগী।