Amitabh Bachchan: ‘কেন জন্ম দিলে…’, মাঝরাতে বাবার ঘরে ঢুকে কান্নায় ভেঙে পড়েন অসহায় অমিতাভ
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Nov 28, 2022 | 9:48 AM
Amitabh Bachchan: ইন্ডাস্ট্রি তাঁকে তকমা দিয়েছে শেহনশাহ, কারও কাছে তিনি 'অ্যাংরি ইয়ং ম্যান'। কিন্তু রাজারও দুঃখ হয়, ওলটপালট হয়ে যায় জীবন। ঠিক যেমন ঘটেছিল অমিতাভ বচ্চনের সঙ্গে।
1 / 6
ইন্ডাস্ট্রি তাঁকে তকমা দিয়েছে শেহনশাহ, কারও কাছে তিনি 'অ্যাংরি ইয়ং ম্যান'। কিন্তু রাজারও দুঃখ হয়, ওলটপালট হয়ে যায় জীবন। ঠিক যেমন ঘটেছিল অমিতাভ বচ্চনের সঙ্গে।
2 / 6
বাবার ঘরে ঢুকে অঝোরে কেঁদে ফেলেন একদিন। কাঁদতে কাঁদতে প্রশ্ন করে, 'কেন জন্ম দিয়েছেন'? বাবা হরিবংশ রাই বচ্চন এতটা অসহায় আগে কোনওদিন দেখেননি। পেশায় কবি হরিবংশ অবাক হয়ে গিয়েছিলেন। কেন এমনটা করেছিলেন শেহনশাহ? ঠিক কী ঘটে তাঁর সঙ্গে?
3 / 6
নিজের ব্লগে পুরনো দিনের সেই কথা মনে করেছেন বিগ-বি। জানিয়েছেন জীবনে এমন সময় আসে যখন মাথার উপর দায়িত্ব বেড়ে যায়। কী করতে হবের থেকেও কী করা উচিৎ সেই নিয়ে চিন্তায় থাকতে হয়। 'নিজেদের নিয়ে ঠিক কী করা উচিৎ যখন কিছুতেই মাথাতেই ঢোকেনা' -- তখনই এক মধ্যরাতে ঘটে ওই ঘটনা।
4 / 6
অমিতাভ লিখছেন, "ক্রুদ্ধ, হতাশ, অনেক ধরনের চিন্তা নিয়ে বাবার ঘরে এক রাতে বাবার ঘরে ঢুকি। আর জীবনে ওই প্রথম বার কান্নায় ভেঙে পড়ে, রাগে, হতাশায় চিৎকার করে জিজ্ঞাসা করি আমায় জন্ম দিলে কেন?" ছেলেকে ওভাবে দেখে একটাও কথা বলেননি বাবা।
5 / 6
কথা বলেননি অমিতাভও। কিছুক্ষণ পর বাবার ঘর ছেড়ে নিজের ঘরে চলে যান তিনি। সকাল যদিও তাঁর জন্য লিখেছিলে অন্য এক গল্প। ওই দিন ঘুম থেকে তুলেছিলেন বাবা-ই...
6 / 6
অমিতাভ দেখেন বাবা দাঁড়িয়ে। সঙ্গে এক কাগজ। সেই কাগজে লেখা একটি কবিতা , নাম -- নয়ি লিখ। ছেলের হতাশায় ওই লেখাটাই যে বাবার পাশে থাকার বার্তা।