
'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন ও গোবিন্দাকে। বিগ-বি যখন মধ্যগগনে তখন ইন্ডাস্ট্রিতে আগমন হয় গোবিন্দার। এসেই তিনি সুপারহিট। অথচ বয়সে ও অভিজ্ঞতায় বড় বিগ-বিকেই একদা এই গোবিন্দার জন্যই হতে হয় চরম অপমানিত। প্রকাশেই দর্শকের হাতে হতে হয় অপদস্ত। কী ঘটেছিল?

ঘটনাটি ১৯৮০ সালের। সে সময় বলিউডে ' অ্যাংরি ইয়ং ম্যান'-এর জমানা প্রায় শেষের দিকে। এ সময়ই সুদর্শন গোবিন্দার আগমন ঘটে ইন্ডাস্ট্রিতে। তাঁর মিষ্টি মিষ্টি চেহারা, প্রেম মাখা চোখে বুঁদ হয়ে ওঠে তরুণীকুল।

অমিতাভও বুঝতে পারেন আর ওই রাগী রাগী চেহারা নয়। চরিত্রে বদল আনতে হবে তাঁকেও। সেই মতোই পরিচালক মুকুল আনন্দের ছবি 'হাম'-এ গোবিন্দার সঙ্গে অভিনয় করেন বিগ-বি। গোবিন্দা ছাড়াও ওই ছবিতে ছিলেন দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। '

আর এই শুটিং করার সময়েই ঘটে যায় সেই ঘটনা। বিগ বি'র কথায়, "আমরা সবাই শুটিং করছিলাম। তখনই একদল তরুণ-তরুণী সেখানে আসে। গোবিন্দা আমার পাশেই দাঁড়িয়েছিল।"

বিগ-বি যোগ করেন, "এমন সময় ভিড়ের মধ্যে থেকে এক ছেলে আমার অটোগ্রাফ চায়। তক্ষুণি তাঁকে থাপ্পড় মেরে পাশে দাঁড়ান এক মিষ্টি মেয়ে ছেলেটিকে বলে, "আরে এর না, এর চাই না, গোবিন্দার অটোগ্রাফ নাও"।

ওই চড় যেন সেদিন বিগ-বি'র গালেই পড়েছিল সজোরে। তিনি অনুধাবন করেছিলেন ইন্ডাস্ট্রিতে স্টারডম এক হাত থেকে অন্য হাতে চলে যেতে এক মুহূর্ত সময় লাগে না। তিনি বুঝেছিলেন ভুল করলেও প্রতি ছবিতে তা ঠিক করে নেওয়া উচিত। তা তিনি করেওছিলেন। ভেঙেছিলেন নিজের ইমেজ। রাগী ইমেজের খোলস ছেড়ে শুরু করেছিলেন একের পর এক অন্যধারার ছবি।