Bangla NewsPhoto gallery Amitabh bachchan's daughter sweta bachchan claims she had her divorce for mother jaya bachchan
Dark Secrets: ২১ বছরের মেয়ের জীবন নষ্ট করেন জয়া, সংসার ভাঙেন; মাকে ক্ষমা করেননি শ্বেতা
Bollywood Secrets: বচ্চন পরিবারের কেচ্ছা-কেলেঙ্কারির কথা নাকি চিরকাল আড়ালেই রেখেছেন তাঁরা। বাইরের দুনিয়ার কাছে 'ইমেজ' ধরে রাখতে এই পরিবারের নাকি কোনও জুড়ি নেই। এমন-এমন ঘটনা নাকি এই পরিবারে আছে, যা শুনলে সিরিয়ালের চিত্রনাট্যকেও দুর্বল বলে মনে হবে। সে রকমই এক 'কেচ্ছা' রয়েছে মা জয়া বচ্চন এবং কন্যা শ্বেতা বচ্চনের মধ্যে।