Dark Secrets: ২১ বছরের মেয়ের জীবন নষ্ট করেন জয়া, সংসার ভাঙেন; মাকে ক্ষমা করেননি শ্বেতা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 20, 2023 | 1:18 PM

Bollywood Secrets: বচ্চন পরিবারের কেচ্ছা-কেলেঙ্কারির কথা নাকি চিরকাল আড়ালেই রেখেছেন তাঁরা। বাইরের দুনিয়ার কাছে 'ইমেজ' ধরে রাখতে এই পরিবারের নাকি কোনও জুড়ি নেই। এমন-এমন ঘটনা নাকি এই পরিবারে আছে, যা শুনলে সিরিয়ালের চিত্রনাট্যকেও দুর্বল বলে মনে হবে। সে রকমই এক 'কেচ্ছা' রয়েছে মা জয়া বচ্চন এবং কন্যা শ্বেতা বচ্চনের মধ্যে।

1 / 8
অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন এবং তাঁর পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে সম্প্রতি খুব কথা হয়। ননদ-বউদির মধ্যে নাকি সম্পর্ক ভাল না।

অমিতাভের কন্যা শ্বেতা বচ্চন এবং তাঁর পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে সম্প্রতি খুব কথা হয়। ননদ-বউদির মধ্যে নাকি সম্পর্ক ভাল না।

2 / 8
প্যারিসের ফ্যাশন শোয়ে তাঁদের মধ্যে কথা হয়নি। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ছবিতে ঐশ্বর্যকে ট্যাগ করেননি শ্বেতা। সেই থেকেই তাঁদের সম্পর্কের তিক্ততা সম্পর্কে নানা মুনিতে নানা অনুমান করতে শুরু করেছেন।

প্যারিসের ফ্যাশন শোয়ে তাঁদের মধ্যে কথা হয়নি। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ছবিতে ঐশ্বর্যকে ট্যাগ করেননি শ্বেতা। সেই থেকেই তাঁদের সম্পর্কের তিক্ততা সম্পর্কে নানা মুনিতে নানা অনুমান করতে শুরু করেছেন।

3 / 8
তারপর শ্বেতাকেই তাঁর পৈতৃক সম্পত্তি মুম্বইয়ের ৬০ কোটির টাকার 'প্রতীক্ষা' বাড়িটি উপহার দিয়েছেন অমিতাভ। সেই বিষয়টি আরও তিক্ত করেছে ঐশ্বর্য-শ্বেতার সম্পর্ক।

তারপর শ্বেতাকেই তাঁর পৈতৃক সম্পত্তি মুম্বইয়ের ৬০ কোটির টাকার 'প্রতীক্ষা' বাড়িটি উপহার দিয়েছেন অমিতাভ। সেই বিষয়টি আরও তিক্ত করেছে ঐশ্বর্য-শ্বেতার সম্পর্ক।

4 / 8
আর এসবে মা জয়া শ্বেতার পাশেই আছেন। কিন্তু জানলে অবাক হবেন, জয়ার সঙ্গেও নাকি শ্বেতার সম্পর্ক আদায়-কাঁচকলায়। শ্বেতার জীবন নাকি জয়াই নষ্ট করেছেন নিজের হাতে।

আর এসবে মা জয়া শ্বেতার পাশেই আছেন। কিন্তু জানলে অবাক হবেন, জয়ার সঙ্গেও নাকি শ্বেতার সম্পর্ক আদায়-কাঁচকলায়। শ্বেতার জীবন নাকি জয়াই নষ্ট করেছেন নিজের হাতে।

5 / 8
জয়া-শ্বেতা।

জয়া-শ্বেতা।

6 / 8
দিল্লির ব্যবসায়ী নিখিল নন্দার সঙ্গে মেয়ের বিয়ের সম্বন্ধ পাকা করলেন জয়া। ধুমধাম করে বিয়ে হল শ্বেতা-নিখিলের।

দিল্লির ব্যবসায়ী নিখিল নন্দার সঙ্গে মেয়ের বিয়ের সম্বন্ধ পাকা করলেন জয়া। ধুমধাম করে বিয়ে হল শ্বেতা-নিখিলের।

7 / 8
সেই নিখিলের সঙ্গে পরবর্তীকালে সংসার করতে পারেননি শ্বেতা। তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে যায়। এবং সেই জন্য মা জয়াকেই দায়ী করেন শ্বেতা। দুই সন্তান, অগস্ত্য এবং নব্যাকে নিয়ে তিনি বাবা অমিতাভের বাড়িতেই থাকেন।

সেই নিখিলের সঙ্গে পরবর্তীকালে সংসার করতে পারেননি শ্বেতা। তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে যায়। এবং সেই জন্য মা জয়াকেই দায়ী করেন শ্বেতা। দুই সন্তান, অগস্ত্য এবং নব্যাকে নিয়ে তিনি বাবা অমিতাভের বাড়িতেই থাকেন।

8 / 8
যদিও এই মা-মেয়ের তিক্ত সম্পর্কের কথা খুব কম লোকেই জানেন। এসব নিয়ে খুব একটা জলঘোলা করতে দেননি অমিতাভ স্বয়ং। বাড়ির কথা বাড়ির চার দেওয়ালেই আটকে রেখেছেন এবং বাইরের পৃথিবীর সামনে তুলে ধরেছেন এক মিথ্যা ছবি।

যদিও এই মা-মেয়ের তিক্ত সম্পর্কের কথা খুব কম লোকেই জানেন। এসব নিয়ে খুব একটা জলঘোলা করতে দেননি অমিতাভ স্বয়ং। বাড়ির কথা বাড়ির চার দেওয়ালেই আটকে রেখেছেন এবং বাইরের পৃথিবীর সামনে তুলে ধরেছেন এক মিথ্যা ছবি।

Next Photo Gallery