Avani Lekhara: অবনী লেখারাকে নতুন এক্সইউভি৭০০ গাড়ি উপহার মাহিন্দ্রার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 15, 2023 | 8:37 AM

ভারতীয় গাড়ি প্রস্তুত কারক সংস্থা মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) যা কথা দেন, সেই কথা রাখেন। তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) শুটিংয়ে ভারতকে জোড়া পদক (সোনা ও ব্রোঞ্জ) এনে দিয়েছিলেন অবনী লেখারা (Avani Lekhara)। তার পর আনন্দ মাহিন্দ্রা ঘোষণা করেছিলেন, অবনীর জন্য তাঁর সংস্থার পক্ষ থেকে বিশেষ এক্সইউভি৭০০ গাড়ি উপহার হিসেবে দেওয়া হবে। সেই গাড়িই এ বার তুলে দেওয়া হল অবনীর হাতে। এবং এই বিশেষ উপহার পেয়ে আনন্দ মাহিন্দ্রাকে ধন্যবাদ জানাতে ভোলেননি অবনী। উল্লেখ্য, এর আগে নীরজ-সুমিত দুই সোনার ছেলেকে নতুন এক্সইউভি৭০০ গাড়ি উপহার দিয়েছিলেন মাহিন্দ্রা।

1 / 4
১৯ বছরের অবনী লেখারাকে বিশেষ এক্সইউভি ৭০০ গাড়ি উপহার দিলেন আনন্দ মাহিন্দ্রা। (ছবি-অবনী লেখারা টুইটার)

১৯ বছরের অবনী লেখারাকে বিশেষ এক্সইউভি ৭০০ গাড়ি উপহার দিলেন আনন্দ মাহিন্দ্রা। (ছবি-অবনী লেখারা টুইটার)

2 / 4
টোকিও প্যারালিম্পিকে শুটিংয়ে ভারতকে জোড়া পদক এনে দেওয়া অবনী নতুন গাড়ি পেয়ে উচ্ছ্বসিত। (ছবি-অবনী লেখারা টুইটার)

টোকিও প্যারালিম্পিকে শুটিংয়ে ভারতকে জোড়া পদক এনে দেওয়া অবনী নতুন গাড়ি পেয়ে উচ্ছ্বসিত। (ছবি-অবনী লেখারা টুইটার)

3 / 4
নিজের টুইটারে নতুন গাড়ির ছবি পোস্ট করে আনন্দ মাহিন্দ্রা স্যারকে ধন্যবাদ জানাতে ভোলেননি অবনী। (ছবি-অবনী লেখারা টুইটার)

নিজের টুইটারে নতুন গাড়ির ছবি পোস্ট করে আনন্দ মাহিন্দ্রা স্যারকে ধন্যবাদ জানাতে ভোলেননি অবনী। (ছবি-অবনী লেখারা টুইটার)

4 / 4
অবনীর আগে নীরজ চোপড়া ও সুমিত আন্তিল দুই সোনার ছেলেকে নতুন এক্সইউভি৭০০ গাড়ি উপহার দিয়েছিলেন মাহিন্দ্রা।(ছবি-অবনী লেখারা টুইটার)

অবনীর আগে নীরজ চোপড়া ও সুমিত আন্তিল দুই সোনার ছেলেকে নতুন এক্সইউভি৭০০ গাড়ি উপহার দিয়েছিলেন মাহিন্দ্রা।(ছবি-অবনী লেখারা টুইটার)

Next Photo Gallery