
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি), বাগদান সম্পন্ন হল মুকেশ অম্বানি ও নীতা অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের। অম্বানিদের বাড়ি, অ্যান্টিলিয়াতেই ধুমধাম করে এই অনুষ্ঠান হল।

বাগদানের অনুষ্ঠানে রাধিকা মার্চেন্টের পরণে ছিল সোনালি এবং ক্রিম রঙের লেহেঙ্গা-চোলি। গলায় ছিল হিরের অলঙ্কার এবং হাতে ছিল হিরের ব্রেসলেট।

অন্যদিকে, স্ত্রী রাধিকার পোশাকের রঙের বৈপরীত্যে পোশাক পরেছেন অনন্ত অম্বানি। তাঁকে দেখা গিয়েছে ঘন নীল রঙের শেরওয়ানিতে।

ছেলের বাগদান উৎসবে নীতা অম্বানি পরেছিলেন সোনালি এবং ক্রিম রঙের সংমিশ্রণে তৈরি একটি লাল পাড় শাড়ি। পুত্রবধূ শ্লোকা পরেছিলেন হালকা নীল রঙের লেহেঙ্গা।

ভাইয়ের বাগদান উৎসবে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন অম্বানি পরিবারের কন্যা ইশা অম্বানিও। বাগদানের পরে, পুরো অম্বানি পরিবারকে একসঙ্গে হাসিমুখে ছবি তুলতে দেখা গিয়েছে।

অম্বানি পরিবারের এই অনুষ্ঠান শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। বলিউডের বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালের গান গাওয়ার কথা রয়েছে।

ঐশ্বর্য রাই বচ্চন, কিরণ রাও, শ্রেয়া ঘোষাল, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া, সচিন তেন্ডুলকর-সহ মুম্বই শহরের বহু সেলিব্রিটি অংশ নেন।

এর আগে অনন্ত এবং রাধিকার মেহেন্দি অনুষ্ঠানের ছবি ও ভিডিয়োও সামনে এসেছিল। রাধিকাকে গোলাপি লেহেঙ্গা পরে আলিয়া ভাটের 'ঘর মোর পরদেশিয়া' গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল।