
সোশ্যাল মিডিয়া মানেই বর্তমানে সেখানে সেলেবদের ঘিরে ট্রোল যেন সদাই চোখে পড়ে। প্রতি নিয়ত কোনও না কোনও স্টারকে কটাক্ষের মুখে পড়তে হয়। সেই তালিকা থেকে বাদ পড়লেন না অনন্যা পাণ্ডেও।

অভিনেত্রী প্রথম থেকেই একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন। এবার সমস্যা হয়ে দাঁড়ালো তাঁর পোশাক। সম্প্রতি একটি পোশাকে ভাইরাল হলেন তিনি। যেখানে তাঁর অ্যাবস স্পষ্ট দেখা গেল।

বছর শুরু পর থেকেই পর পর দুই বড় ছবির মুক্তি ঘটে অভিনেত্রী অনন্যা পাণ্ডের। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছবি গেহরাইয়া ঝড় তুলেছিল বছর শুরুতেই। তবে ছবির রিভিউ তেমন একটা ভাল ছিল না।


মমম্বইতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছেন উরফি জাভেদ। আর সেই সূত্রেই মাটি কামড়ে পড়ে থাকার মতোই তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন বিগত কয়েক বছর ধরে।