
সদ্য ইনস্টাগ্রামে নিজের ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন অনন্যা পাণ্ডে। মজাদার ক্যাপশন দিয়ে ছবি শেয়ার করতেই নেটমাধ্যমে তা মিমে পরিণত হয়।

সাদা সুইমস্যুটে ফটোশ্যুট সেরেছেন অনন্যা। সবথকে আকর্ষণীয় হল সুইমস্যুটের উপর ফলের জালির মতো সাদা গাউন পরেছেন তিনি।

ফটোশ্যুটের ছবি পোস্ট করে ক্যাপশনে অনন্যা লেখেন, ‘আমি জানি আমাকে ফলের মতো দেখাচ্ছে, মূলত ওই নেটের জালের জন্য’।

অনন্যার এই পোস্ট করতেই প্রিয় বান্ধবী শাহরুখ কন্যা সুহানা লেখেন, ‘ইয়ামি’। অভিনেত্রীর মা ভাবনা পাণ্ডে হাসির ইমোজি দিয়েছেন। আন্টি ভাবনা পাণ্ডে লেখেন, ‘অনি তুমি বেশ মজার’।

শকুন বত্রার পরিচালনায় দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে একটি প্রোজেক্টের শ্যুটিং শেষ করেছেন অনন্যা। পাশাপাশি, সহ-অভিনেতা বিজয় দেবেরকোন্ডার সঙ্গে আসন্ন ছবি ‘লিগার’এর শ্যুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত অভিনেত্রী।