Bollywood Inside: দীপিকার জায়গা নিতে চান অনন্যা, পাশে চান রণবীরকে, মনের কোন ইচ্ছের কথা প্রকাশ করলেন ‘লাইগার’ গার্ল
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Aug 25, 2022 | 10:46 AM
Ananya Pandey: সপাট জানালেন অনন্যা পান্ডে তাঁর বেশ ভালই লাগে বিজয়কে। তবে সম্পর্কের জল্পনা উষ্কে নয়, খানিকটা এই নিয়ে চর্চা হলেও জল খুব বেশিদূর এগোতে পারেনি রশ্মিকার মন্দানার জন্যই।
1 / 5
অনন্যা পান্ডে, আগামী ছবি লাইগার ঘিরে এখন এই নাম সোশ্যাল মিডিয়ায় নিত্য ট্রেন্ডে। কেরিয়ার শুরু হওয়ার পর এটা তাঁর বড় ব্রেক। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জড়িয়েছে তাঁর নামও। ছবির মুক্তির আগে নিত্য প্রচারে ব্যস্ত এই জুটি।
2 / 5
তারই মাঝে হল পর্দা ফাঁস। সপাট জানালেন অনন্যা পান্ডে তাঁর বেশ ভালই লাগে বিজয়কে। তবে সম্পর্কের জল্পনা উষ্কে নয়, খানিকটা এই নিয়ে চর্চা হলেও জল খুব বেশিদূর এগোতে পারেনি রশ্মিকার মনদানা জন্যই।
3 / 5
তবে লাইগারের মাধ্যমে কেরিয়ারে যে বেশ একটা ভাল জায়গা করে নিতে পেরেছেন অনন্যা, তা নিঃসন্দেহে ঠিক। এবার তাঁর লক্ষ্যে বিগ প্রজেক্ট। কাজ করতে চান তিনি সঞ্জয়লীলা ভনশালির সঙ্গে। যেখানে বারে বারে দেখা গিয়েছে দীপিকাকে।
4 / 5
বর্তমানে এই জুটি কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ জুটি বললেও খুব ভুল হবে না। একের পর এক বড় প্রজেক্ট তাঁদের হাতে। ফলে দুজনেই এখন বেশ ব্যস্ত, তাই সন্তান নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি জুটি।
5 / 5
সঞ্জয়লীলা ভনশালীর শেষ মুক্তি পাওয়া ছবি গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি। এই ছবি ঘিরে বহুচর্চার পর অবশেষে তা চলতি বছর মুক্তি পায়। আলিয়া ভাটকে দেখা গিয়েছে কেন্দ্রিয় চরিত্রে। এবার সেই পরিচালকের সঙ্গে জোট বাঁধতে ইচ্ছুক অনন্যা।