Bangla NewsPhoto gallery Angel Di Maria has sustained muscular injury Ahead of 2022 FIFA World Cup
Angel Di Maria: মেসি-দিবালার পর চোটের কবলে ডি মারিয়া, দুশ্চিন্তায় আর্জেন্টিনা
চারবছর পর ফের ফুটবল উৎসবের মাতবে সারা বিশ্ব। প্রিয় দল আর্জেন্টিনার হাতে থুড়ি মেসির হাতে বিশ্বকাপের সোনালি ট্রফি দেখার আশায় সমর্থকরা। তবে বিশ্বকাপ শুরুর মাস দেড়েক আগে স্বস্তিতে নেই আর্জেন্টিনা টিম। চোট পেয়েছেন মেসি ও দিবালা। এবার চোটের গ্রহে দলের আরও এক সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া।