Angry Zodiac Sign: রেগে গেলে চোখ দিয়ে যেন আগুন বেরয় এই রাশির জাতকরা!
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 04, 2023 | 7:40 AM
Zodiac Sign: এই ধরনের মানুষ এতখানিই রেগে যান যে তাঁরা যে কোনও কিছু করতে প্রস্তুত থাকেন এবং কখনও কখনও রেগে গিয়ে নিজের ক্ষতিও করেন। তবে শান্ত হওয়ার পর তারা তাদের ভুল বুঝতে পারেন ঠিকই। অতএব আসুন জেনে নিই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোন রাশির মানুষ বেশি রেগে যান। মিলিয়ে নিন আপনিও কি এই রাশিগুলির মধ্যে কোনও একটির অধিপতি?
1 / 8
শোনা যায় আগেকার দিনে মুনি-ঋষিরা রেগে গেল চোখ দিয়ে আগুন বেরত। সেই আগুনে ভস্ম হয়ে যেত ক্ষুদ্র মানব। তবে সেই সত্যযুগ আর নেই। তাই চোখ থেকে এখন সত্যিসত্যি আগুন বেরয় না। বেরলে ফুয়েলের দাম চড়ত না। তবে ক্রোধ এখনও বজায় আছে।
2 / 8
বিশেষ করে কিছু কিছু রাশির লোক আছেন একেবারে চড়াম করে রেগে যান! ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করে দ্রিমি দ্রিমি ঢাকের শব্দ! এরা কিন্তু যে কোনও মুহূর্তে বলে উঠতে পারে— ‘নোংরামি বের করে দেব শুঁটিয়ে লাল করে দেব।’
3 / 8
এই ধরনের মানুষ এতখানিই রেগে যান যে তাঁরা যে কোনও কিছু করতে প্রস্তুত থাকেন এবং কখনও কখনও রেগে গিয়ে নিজের ক্ষতিও করেন। তবে শান্ত হওয়ার পর তারা তাদের ভুল বুঝতে পারেন ঠিকই। অতএব আসুন জেনে নিই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোন রাশির মানুষ বেশি রেগে যান। মিলিয়ে নিন আপনিও কি এই রাশিগুলির মধ্যে কোনও একটির অধিপতি?
4 / 8
মেষ রাশি: এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ এবং উদাসীন। এই রাশির জাতক-জাতিকারা দ্রুত রেগে যায়। এই স্বভাব তাঁদের ব্যক্তিগত সম্পর্কেও পড়ে। সবচাইতে বড় কথা তারা যখন রেগে যায় তখন অন্যের কোনও যুক্তি শুনতে চায় না। এককথায় রাগে তারা অন্ধ হয়ে যায়।
5 / 8
বৃষ রাশি: এই রাশির জাতক জাতিকারা বড় বেশি জেদি এবং ক্রোধবিশিষ্ট হন। খুব সহজেই তাঁরা রেগে যান এবং সেই সময় যাঁর কাছে যাঁরা থাকেন তার উপর সমস্ত রাগ প্রদর্শন করেন।
6 / 8
এই রাশির জাতক-জাতিকার মনে করেন যে তাদের সঙ্গী তাদের বুঝতে পারবে এবং অবশেষে তাদের মেজাজ হারানোর জন্য তাদের ক্ষমা করবে, কিন্তু বেশিরভাগ সময়ই তা হয় না।
7 / 8
সিংহ রাশি: এই রাশির জাতক জাতিকারা খুব দয়ালু এবং কোমল হৃদয়ের হয়, কিন্তু যখন তারা রেগে যায় তখন তারা শান্ত থাকতে পারে না এবং তারা অপরদিকের কোনও যুক্তিই শুনতে চায় না। আগে নিজের রাগ প্রদর্শন করে তারপর ক্ষান্ত হয়।
8 / 8
তবে ক্ষমা করতেও সিংহরাশির জাতক-জাতিকার জানে। এছাড়াও, এই লোকেরা কখনই কোনও বিতর্কে পিছপা হয় না, কারণ তারা খুব মেজাজি হয় এবং অন্যদের উপর আধিপত্য বিস্তার করে সহজেই। এদের গাম্ভীর্যের কারণে এদের সবাই সমঝে চলে।