Ankita Lokhande and Vicky Jain’s Haldi: অঙ্কিতা-ভিকির গায়ে হলুদ, ভাইরাল হল ছবি
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Dec 13, 2021 | 6:47 PM
Ankita Lokhande and Vicky Jain's haldi ceremony: হলদির জন্য প্রথমে হলুদ শাড়ি, পরে লাল রঙা ঘাগরা চোলি বেছে নিয়েছিলেন অঙ্কিতা। উপস্থিত ছিলেন আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা।
1 / 7
রাত পোহালেই বিয়ে। তার আগে আজ সোমবার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর বয়ফ্রেন্ড ভিকি জৈনের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হল।
2 / 7
হলদির জন্য প্রথমে হলুদ শাড়ি, পরে লাল রঙা ঘাগরা চোলি বেছে নিয়েছিলেন অঙ্কিতা। উপস্থিত ছিলেন আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা।
3 / 7
গতকাল এনগেজমেন্টে কালো গাউনে সেজেছিলেন অঙ্কিতা। ভিকিও কোঅর্ডিনেট করে পোশাক পরেছিলেন। দুজনেই বিভিন্ন গানের তালে পারফর্ম করেন।
4 / 7
সদ্য অঙ্কিতার বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। ‘টুগেদারনেস’ ক্যাপশন দিয়ে সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছিলেন অঙ্কিতা।
5 / 7
বিয়ের যাবতীয় ছবি এবং ভিডিয়ো ‘অ্যান ভিকি কাহানি’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করছেন এই জুটি। ঐতিহ্যবাহী মহারাষ্ট্রের বিয়ের নিয়ম অনুসারেই বিয়ে করবেন ভিকি এবং অঙ্কিতা।
6 / 7
গত তিন বছর ধরে ভিকির সঙ্গে সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। এই বিয়েতে খুশি দুই পরিবার।
7 / 7
বিয়ের জন্য কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছেন অঙ্কিতা। ছুটি কাটিয়ে কবে কাজে ফেরেন, সেটাই এখন দেখার।