Ankita Lokhande and Vicky Jain’s Haldi: অঙ্কিতা-ভিকির গায়ে হলুদ, ভাইরাল হল ছবি

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Dec 13, 2021 | 6:47 PM

Ankita Lokhande and Vicky Jain's haldi ceremony: হলদির জন্য প্রথমে হলুদ শাড়ি, পরে লাল রঙা ঘাগরা চোলি বেছে নিয়েছিলেন অঙ্কিতা। উপস্থিত ছিলেন আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

1 / 7
রাত পোহালেই বিয়ে। তার আগে আজ সোমবার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর বয়ফ্রেন্ড ভিকি জৈনের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হল।

রাত পোহালেই বিয়ে। তার আগে আজ সোমবার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর বয়ফ্রেন্ড ভিকি জৈনের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হল।

2 / 7
হলদির জন্য প্রথমে হলুদ শাড়ি, পরে লাল রঙা ঘাগরা চোলি বেছে নিয়েছিলেন অঙ্কিতা। উপস্থিত ছিলেন আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

হলদির জন্য প্রথমে হলুদ শাড়ি, পরে লাল রঙা ঘাগরা চোলি বেছে নিয়েছিলেন অঙ্কিতা। উপস্থিত ছিলেন আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

3 / 7
গতকাল এনগেজমেন্টে কালো গাউনে সেজেছিলেন অঙ্কিতা। ভিকিও কোঅর্ডিনেট করে পোশাক পরেছিলেন। দুজনেই বিভিন্ন গানের তালে পারফর্ম করেন।

গতকাল এনগেজমেন্টে কালো গাউনে সেজেছিলেন অঙ্কিতা। ভিকিও কোঅর্ডিনেট করে পোশাক পরেছিলেন। দুজনেই বিভিন্ন গানের তালে পারফর্ম করেন।

4 / 7
সদ্য অঙ্কিতার বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। ‘টুগেদারনেস’ ক্যাপশন দিয়ে সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছিলেন অঙ্কিতা।

সদ্য অঙ্কিতার বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। ‘টুগেদারনেস’ ক্যাপশন দিয়ে সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছিলেন অঙ্কিতা।

5 / 7
বিয়ের যাবতীয় ছবি এবং ভিডিয়ো ‘অ্যান ভিকি কাহানি’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করছেন এই জুটি। ঐতিহ্যবাহী মহারাষ্ট্রের বিয়ের নিয়ম অনুসারেই বিয়ে করবেন ভিকি এবং অঙ্কিতা।

বিয়ের যাবতীয় ছবি এবং ভিডিয়ো ‘অ্যান ভিকি কাহানি’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করছেন এই জুটি। ঐতিহ্যবাহী মহারাষ্ট্রের বিয়ের নিয়ম অনুসারেই বিয়ে করবেন ভিকি এবং অঙ্কিতা।

6 / 7
গত তিন বছর ধরে ভিকির সঙ্গে সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। এই বিয়েতে খুশি দুই পরিবার।

গত তিন বছর ধরে ভিকির সঙ্গে সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। এই বিয়েতে খুশি দুই পরিবার।

7 / 7
বিয়ের জন্য কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছেন অঙ্কিতা। ছুটি কাটিয়ে কবে কাজে ফেরেন, সেটাই এখন দেখার।

বিয়ের জন্য কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছেন অঙ্কিতা। ছুটি কাটিয়ে কবে কাজে ফেরেন, সেটাই এখন দেখার।

Next Photo Gallery