Lionel Messi-Antonela Roccuzzo: ‘ভালোবাসা ছাড়া আর কী বা তোমাকে দিতে পারি!!!’, মেসির জন্মদিনে আবেগঘন বার্তা স্ত্রী আন্তোনেলার
স্পেনের ইবিজায় পরিবারের সঙ্গে বর্তমানে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। আজ লিওর জন্মদিন। মেসির ৩৫তম জন্মদিনে আবেগঘন বার্তা দিয়ে ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো (Antonela Roccuzzo)। দেখে নিন সেই ছবি...