TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Dec 05, 2022 | 5:23 PM
শুধু মাঠেই নয়, তার বাইরেও গোল দিচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপের শেষ আটে পৌঁছে দিয়েছেন। এ বার পরিবারকে সময় দেওয়ার পালা। কোয়ার্টার ফাইনালে ম্যাচ ৯ ডিসেম্বর। মাঝে বেশ কয়েকটা দিন সময়। স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে সময়টা চুটিয়ে উপভোগ করলেন মেসি। (ছবি:ইনস্টাগ্রাম)
স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তাঁর চাইল্ডহুড সুইটহার্ট। তিন সন্তানের অভিভাবক লিও-আন্তোর প্রেমটা কিন্তু বেশ জমজমাট। স্ত্রীকে কোলে বসিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় লিও লিখেছেন, "আমি তোমাকে ভালোবাসি"। (ছবি:ইনস্টাগ্রাম)
প্রতিটি ম্যাচেই স্ত্রী ও তিন সন্তানের সমর্থন পাচ্ছেন লিওনেল মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের গ্যালারিতে মেসির পরিবারের উজ্জ্বল উপস্থিতি। (ছবি:ইনস্টাগ্রাম)
তিন সন্তান থিয়াগো, মাতেও এবং সিরো। বিখ্যাত আর্জেন্টাইন পরিবার এক ফ্রেমে।(ছবি:ইনস্টাগ্রাম)
সম্প্রতি তিন সন্তানকে নিয়ে মেসি বলেছেন, "খেলা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত সন্তানদের কথা ভেবেছি। ওরা বড় হচ্ছে। ফুটবলটা বুঝতে পারে। সারাক্ষণ ফুটবলের সঙ্গেই বাস। আর্জেন্টিনার মানুষের মতো ওরাও ভীষণ উৎসাহী।" (ছবি:ইনস্টাগ্রাম)