ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে পছন্দ করেন না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বরাবরই নিজেদের অনুভূতি লুকিয়ে রাখতেই পছন্দ করতেন তাঁরা। তবে সম্প্রতি মাঝে মধ্যেই সবর হচ্ছেন একে অপরকে নিয়ে।
কখনও প্রেম, কখনও আবার প্রথম দেখা, সংসার জীবন নিয়েও কম আলোচনা করতে দেখা যাচ্ছে না তাঁদের। বিরাট একাধিকবার শেয়ার করেছেন তাঁর ও অনুষ্কার প্রেম নিয়ে অজানা কাহিনিও।
অনুষ্কার প্রথম প্রেমে পড়া নিয়ে বিরাট কোহলি বলেছিলেন, “আমি সকলের সঙ্গে হাসি-মজা-ঠাট্টা করতে ভালবাসি, অনুষ্কার সঙ্গেও করেছিলাম। অনুষ্কা হঠাৎ বলে ওঠে, সে এমন একজন মানুষকে প্রথম দেখল, যে ছোটবেলায় ঘটে যাওয়ার ঘটনা নিয়ে এত সহজে মজা করতে পারে। তারপর থেকেই আমাদের কানেকশন।”
২০১৭ সালে ইতালিতে বিয়ে করেন বিরাট-অনুষ্কা। তাঁদের আলাপ হয় ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময়। তারপর থেকেই চলতে থাকে প্রেম। তবে বিরাটের অনুমান নয়, সত্যি কেন প্রেমে পড়েছিলেন অনুষ্কা এবার সেই খবর এল সামনে।
সম্প্রতি অনুষ্কা জানালেন, বিরাটের স্মৃতিশক্তি তুখোড়। আর তা দেখেই মুগ্ধ হয়েছিলেন অভিনেত্রী। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই খবর। অনুষ্কা ও বিরাটের জুটি সর্বত্র চর্চিত।
প্রথম সারির এক শ্যাম্পুর বিজ্ঞাপণে প্রথম একে অন্যের কাছাকাছি এসেছিলেন এই জুটি। তারপর থেকেই গুঞ্জন তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই খবর। তারপর থেকেই নানা জায়গায় এই জুটিকে ফ্রেমবন্দি হতে দেখা যায়।
২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন বিরাট ও অনুষ্কা। তাঁদের কোল আলো করে এসেছে ছোট্ট মেয়ে ভামিকা। ক্রিকেট ও সিনে জগতের আদর্শ জুটিই মনে করা হয় বিরুষ্কাকে। বরাবরই একে অপরের প্রশংসা করতে দু’বার ভাবেন না।
বর্তমানে চুটিয়ে সংসার করার পাশাপাশি কেরিয়ারেও নজর দিতে চান অনুষ্কা। ভাল চিত্রনাট্যের খোঁজ করছেন অভিনেত্রী তথা প্রযোজক, স্ত্রীয়ের কঠিন লড়াইয়ের সাক্ষী থেকেছেন বিরাট, স্বীকার করেছেন সন্তানের জন্য অনুষ্কা বড় ত্যাগ স্বীকার করেন।