Bangla NewsPhoto gallery Anushka Sharma's celebration goes viral as Virat Kohli returns his lost form in GT vs RCB in IPL 2022 43rd match
Virat Kohli: রানে ফিরলেন কোহলি, গ্যালারিতে উচ্ছ্বসিত অনুষ্কা, দেখে নিন ছবিতে
IPL 2022: শনিবার আইপিএলের (IPL 2022) ডাবল হেডারের প্রথম ম্যাচে আরসিবি নেমেছিল গুজরাতের বিরুদ্ধে। ওই ম্যাচে এক ঢিলে দুই পাখি মেরেছেন ভারতের ও আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘদিন পর রানে ফিরেছেন ভিকে। আগামীকাল ছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। ফলে রানে ফিরে একদিকে রোহিতকে জন্মদিনের উপহারটা দিলেন। আর স্ত্রী অনুষ্কা শর্মাকে দিলেন আগাম জন্মদিনের উপহার। গুজরাতের বিরুদ্ধে গ্যালারিতে উজ্জ্বল হয়ে রইলেন উচ্ছ্বাসে মাতা কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ছবি।