Aparajita Adhya: লক্ষ্মী প্রতিমা সাজালেন নিজেই, কিন্তু আড়ম্বরহীন পুজো করলেন অপরাজিতা
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Oct 20, 2021 | 2:55 PM
Aparajita Adhya: করোনা আবহে গত বছরেও সমারোহ করে লক্ষ্মীপুজো করতে পারেননি অপরাজিতা। কোভিড অতিমারির কারণে এ বছরও তা সম্ভব হল না। তার উপর রয়েছে পারিবারিক বিপর্যয়।
1 / 7
লাল পাড় তসর রঙা শাড়ি। গা ভর্তি সোনার গয়না। কপালে বড় টিপ। ঠিক এটাই অভিনেত্রী অপরাজিতা আঢ্যর লক্ষ্মীপুজোর সাজ। চলতি বছরেও তার ব্যতিক্রম হল না।
2 / 7
তবে ব্যতিক্রম রয়েছে অপরাজিতার বাড়ির এই বছরের লক্ষ্মী পুজোয়। কেন সেই ব্যতিক্রম?
3 / 7
করোনা আবহে গত বছরেও সমারোহ করে লক্ষ্মীপুজো করতে পারেননি অপরাজিতা। কোভিড অতিমারির কারণে এ বছরও তা সম্ভব হল না। তার উপর রয়েছে পারিবারিক বিপর্যয়।
4 / 7
দুই মাস আগে শ্বশুরমশাইকে হারিয়েছেন অপরাজিতা। তাই ঠাকুরমশাই এসে এ বার তাঁর বাড়িতে পুজো করেননি। যেটুকু করেছেন তা অপরাজিতা নিজেই সামলেছেন।
5 / 7
সংকল্প করে, ঘট বসিয়ে মায়ের আরাধনা করেছেন অপরাজিতা। সুন্দর করে মন থেকে মা লক্ষ্মীর কাছে সকলের সুস্থতা কামনা করেছেন তিনি।
6 / 7
প্রতি বছর লক্ষ্মী প্রতিমা নিজের হাতে সাজান অপরাজিতা। এক এক বার মায়ের সাজ হয় এক এক রকম। সেই নিয়মের অন্যথা হয়নি।
7 / 7
গতকাল রাত থেকেই মনের মতো করে লক্ষ্মী ঠাকুরকে সাজিয়েছেন অপরাজিতা। আর আজ পুজো সেরেছেন অনাড়ম্বর ভাবেই।