লাল পাড় তসর রঙা শাড়ি। গা ভর্তি সোনার গয়না। কপালে বড় টিপ। ঠিক এটাই অভিনেত্রী অপরাজিতা আঢ্যর লক্ষ্মীপুজোর সাজ। চলতি বছরেও তার ব্যতিক্রম হল না।
তবে ব্যতিক্রম রয়েছে অপরাজিতার বাড়ির এই বছরের লক্ষ্মী পুজোয়। কেন সেই ব্যতিক্রম?
করোনা আবহে গত বছরেও সমারোহ করে লক্ষ্মীপুজো করতে পারেননি অপরাজিতা। কোভিড অতিমারির কারণে এ বছরও তা সম্ভব হল না। তার উপর রয়েছে পারিবারিক বিপর্যয়।
দুই মাস আগে শ্বশুরমশাইকে হারিয়েছেন অপরাজিতা। তাই ঠাকুরমশাই এসে এ বার তাঁর বাড়িতে পুজো করেননি। যেটুকু করেছেন তা অপরাজিতা নিজেই সামলেছেন।
সংকল্প করে, ঘট বসিয়ে মায়ের আরাধনা করেছেন অপরাজিতা। সুন্দর করে মন থেকে মা লক্ষ্মীর কাছে সকলের সুস্থতা কামনা করেছেন তিনি।
প্রতি বছর লক্ষ্মী প্রতিমা নিজের হাতে সাজান অপরাজিতা। এক এক বার মায়ের সাজ হয় এক এক রকম। সেই নিয়মের অন্যথা হয়নি।
গতকাল রাত থেকেই মনের মতো করে লক্ষ্মী ঠাকুরকে সাজিয়েছেন অপরাজিতা। আর আজ পুজো সেরেছেন অনাড়ম্বর ভাবেই।