Aparajita Adhya: বয়স তখন মাত্র ২, রথের মেলাতেই ভয়াবহ ঘটনার শিকার হন অপরাজিতা আঢ্য

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 01, 2022 | 4:38 PM

Aparajita Adhya: রথযাত্রা নিয়ে সকলেরই নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। বেশিরভাগই সুখের। তবে অপরাজিতা আঢ্যর গল্প খানিক আলাদা। রথের মেলাতেই ঘটে যায় তাঁর সঙ্গে এমন এক ঘটন, যা শুনলে রীতিমতো শিউরে উঠবেন আপনি।

1 / 6
চারিদিক আজ সেজে উঠেছে। পাঁপড়ভাজার সুগন্ধে ভেসে আসছে অলিগলিতে। বৃষ্টি মাথায় নিয়ে খুদে হাত টেনে নিয়ে যাচ্ছে রথের দড়ি। ঠাকুর নমস্কার করে কেউ ছুড়ে দিচ্ছেন এক টাকা-দু'টাকা। আজ রথযাত্রা। এই রথযাত্রা নিয়ে সকলেরই নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। বেশিরভাগই সুখের। তবে অপরাজিতা আঢ্যর গল্প খানিক আলাদা। রথের মেলাতেই ঘটে যায় তাঁর সঙ্গে এমন এক ঘটন, যা শুনলে রীতিমতো শিউরে উঠবেন আপনি।

চারিদিক আজ সেজে উঠেছে। পাঁপড়ভাজার সুগন্ধে ভেসে আসছে অলিগলিতে। বৃষ্টি মাথায় নিয়ে খুদে হাত টেনে নিয়ে যাচ্ছে রথের দড়ি। ঠাকুর নমস্কার করে কেউ ছুড়ে দিচ্ছেন এক টাকা-দু'টাকা। আজ রথযাত্রা। এই রথযাত্রা নিয়ে সকলেরই নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। বেশিরভাগই সুখের। তবে অপরাজিতা আঢ্যর গল্প খানিক আলাদা। রথের মেলাতেই ঘটে যায় তাঁর সঙ্গে এমন এক ঘটন, যা শুনলে রীতিমতো শিউরে উঠবেন আপনি।

2 / 6
টিভিনাইন বাংলাকে এ কথা জানিয়েছেন খোদ অপরাজিতাই। তখন তিনি বেশ ছোট। বয়স মেরেকেটে দুই বছর। মা আর জেঠিমার সঙ্গে রথের মেলায় গিয়েছিলেন। পার্কসার্কাস ময়দানের বিখ্যাত রথের মেলা।

টিভিনাইন বাংলাকে এ কথা জানিয়েছেন খোদ অপরাজিতাই। তখন তিনি বেশ ছোট। বয়স মেরেকেটে দুই বছর। মা আর জেঠিমার সঙ্গে রথের মেলায় গিয়েছিলেন। পার্কসার্কাস ময়দানের বিখ্যাত রথের মেলা।

3 / 6
তাঁর কথায়, " আমার  দাদাও ছিল সঙ্গে। ঠিক হয়েছিল মা মেয়েকে মানে আমাকে দেখবে আর দাদাকে দেখবে জেঠিমা। দাদাও তখন খুবই ছোট। আমি তখন সবে ওই টলমল পায়ে দাঁড়াতে শিখেছি কি শিখিনি। মা আমাকে কোল থেকে নামিয়ে মাটির পুতুল টুতুল দেখছিল। পাশেই একটা জায়গায় মা আমাকে বসিয়ে  রাখে।  হঠাৎ করেই আমার দাদা দেখে একটা লোক আমায় নিয়ে চলে যাচ্ছে। মা খেয়ালও করেনি।"

তাঁর কথায়, " আমার দাদাও ছিল সঙ্গে। ঠিক হয়েছিল মা মেয়েকে মানে আমাকে দেখবে আর দাদাকে দেখবে জেঠিমা। দাদাও তখন খুবই ছোট। আমি তখন সবে ওই টলমল পায়ে দাঁড়াতে শিখেছি কি শিখিনি। মা আমাকে কোল থেকে নামিয়ে মাটির পুতুল টুতুল দেখছিল। পাশেই একটা জায়গায় মা আমাকে বসিয়ে রাখে। হঠাৎ করেই আমার দাদা দেখে একটা লোক আমায় নিয়ে চলে যাচ্ছে। মা খেয়ালও করেনি।"

4 / 6
অভিনেত্রী যোগ করেন, "বড় মা (জেঠিমা)-ও না। দাদা  তক্ষুনি বড় মাকে ডেকে বলে, “দেখ বোনকে নিয়ে কে যেন চলে যাচ্ছে”।  তার পর এক মারাত্মক অবস্থা। সঙ্গে  সঙ্গে আমার জেঠিমা গিয়ে তাকে ধরে ফেলে বলে, ‘এই আমাদের মেয়ে নিয়ে কোথায় যাচ্ছ’। লোকটা কি আর সেখানে থাকে? আমায় প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় সেখান থেকে…"।

অভিনেত্রী যোগ করেন, "বড় মা (জেঠিমা)-ও না। দাদা তক্ষুনি বড় মাকে ডেকে বলে, “দেখ বোনকে নিয়ে কে যেন চলে যাচ্ছে”। তার পর এক মারাত্মক অবস্থা। সঙ্গে সঙ্গে আমার জেঠিমা গিয়ে তাকে ধরে ফেলে বলে, ‘এই আমাদের মেয়ে নিয়ে কোথায় যাচ্ছ’। লোকটা কি আর সেখানে থাকে? আমায় প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় সেখান থেকে…"।

5 / 6
সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন অপরাজিতা। তবে মুহূর্তের ভুলে হতে পারত বড় কাণ্ড। তবে শুধুই যে ভয়ের স্মৃতি জড়িয়ে রয়েছে এমনটা কিন্তু নয়। রথের মেলায় বেশ কিছু মিষ্টি স্মৃতির সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর।

সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন অপরাজিতা। তবে মুহূর্তের ভুলে হতে পারত বড় কাণ্ড। তবে শুধুই যে ভয়ের স্মৃতি জড়িয়ে রয়েছে এমনটা কিন্তু নয়। রথের মেলায় বেশ কিছু মিষ্টি স্মৃতির সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর।

6 / 6
ওই মেলা থেকেই তাঁকে কিনে দেওয়া হয়েছিল ছোট্ট একটা রথ। সেই রথ তাঁর খুব প্রিয়। বিয়ের পরও সেই রথটি তিনি শ্বশুরবাড়িতে নিয়ে আসেন। এখনও প্রতি বছর রথের দিনে অপরাজিতার হাতে সেজে ওঠে সেই ছোট্ট রথ।

ওই মেলা থেকেই তাঁকে কিনে দেওয়া হয়েছিল ছোট্ট একটা রথ। সেই রথ তাঁর খুব প্রিয়। বিয়ের পরও সেই রথটি তিনি শ্বশুরবাড়িতে নিয়ে আসেন। এখনও প্রতি বছর রথের দিনে অপরাজিতার হাতে সেজে ওঠে সেই ছোট্ট রথ।

Next Photo Gallery