
২ ডিসেম্বর নিজের জন্মদিন সুখবর দিলেন অভিনেতা অপূর্ব অগ্নিহোত্রী। 'পরদেশ' ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। তবে এখন মুলত টেলিভিশনেই তাঁকে বেশি দেখা যায়। অনুপমা মেগা ধারাবাহিকের অভিনেতার স্ত্রী শিল্পা সাকলানিও টেলিভিশনের জনপ্রিয় মুখ। বিয়ের ১৮ বছর পর মেয়ে ইশানি কানু অগ্নিহোত্রীকে স্বাগত জানালেন তাঁদের জীবনে এই দম্পতি।

এই বছর আরও অনেক টেলিভিশন দম্পতি বাবা-মা হয়েছেন। যার মধ্যে কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া অন্যতম। এপ্রিল মাসে তাঁরা ছেলে লকস বা লক্ষকে তাঁদের জীবনে স্বাগত জানান। ছেলেকে তাঁরা গোলা নামেই ডাকেন । সন্তান আসার আগেই কমেডিয়ান দম্পতি সলমন খানের কাছে আবদার জানিয়ে রেখেছেন, সল্লুভাইয়ের হাত ধরেই যেন তাঁদের সন্তান বলিউডে পা রাখে।

দেবিনা বন্দ্যোপাধ্যায়, গুরমিত চৌধুরী টেলিভিশনের রাম-সীতা। এই বছর তাঁরা দুইবার বাবা-মা হয়েছেন। প্রথমে এপ্রিল মাসে মেয়ে লিয়ানা তাঁদের জীবনে আসে। তারপর আবার নভেম্বর মাসে দ্বিতীয়বার মেয়ের মা-বাবা হন তাঁরা। এবারে মেয়ে অবশ্য প্রিম্যাচুওর হয়। এই খবর দিয়ে তাঁদের কঠিন এই সময়ে পাশে থাকতে, আর নিজেদের মতো থাকার আবেদন জানান দম্পতি।

অগস্ট মাসে ছেলের বাবা হন কুন্ডলি ভাগ্য মেগা ধারাবাহিকের অভিনেতা ধীরাজ ধোপার। অন্তঃসত্ত্বা স্ত্রী ভিনি অরোরার সঙ্গে ফটোশুটের ছবি ভাগ করে নেন অভিনেতা। তবে তাঁরা এখনও তাঁদের ছেলের মুখ সকলের সামনে আনেননি

আর এক প্রবাসী বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং স্বামী সন্দীপ সেজওয়াল ১২ মার্চ, ২০২২ সালে কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন জীবনে। এখন পূজার সোশ্যাল মিডিয়া তাঁদের মেয়ের ছবি দিয়ে পূর্ণ। তাঁরাও সন্তানের মুখ ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেরি করেননি।

নিকিতিন ধীর এবং কৃতিকা সেঙ্গারও এই বছর তাঁদের জীবনের একটি নতুন পর্বের সূচনা করেছেন। ২০২২ সালের ১২ মে তাঁরা তাঁদের মেয়ে দেবিকাকে স্বাগত জানান জীবনে। বি. আর চোপড়ার মহাভারতের কর্ণ পঙ্কজ ধীরের ছেলে নিকিতিন। কৃতিকা টেলিভিশনের জনপ্রিয় মুখ। তাঁরা অবশ্য এখনও সন্তানে মুখ ভাগ করেননি ভক্তদের সঙ্গে।