Dark Circle: ডার্ক সার্কেল দূর করতে শসা ব্যবহার করছেন? ঠিক করছেন তো!
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 22, 2022 | 7:30 AM
অনিদ্রা বা কাজের চাপ, রাত জেগে কাজ করা বা মানসিক চাপ চোখের নীচে ডার্ক সার্কেলের সমস্যা বাড়িয়ে তোলে। এতে সৌন্দর্য তো নষ্ট হয়ই, পাশাপাশি ক্ষতি হয় ত্বকেরও। এই ক্ষেত্রে মোক্ষম দাওয়াই হল শসা।
1 / 6
অনিদ্রা বা কাজের চাপ, রাত জেগে কাজ করা বা মানসিক চাপ চোখের নীচে ডার্ক সার্কেলের সমস্যা বাড়িয়ে তোলে। এতে সৌন্দর্য তো নষ্ট হয়ই, পাশাপাশি ক্ষতি হয় ত্বকেরও। এই ক্ষেত্রে মোক্ষম দাওয়াই হল শসা।
2 / 6
চোখের নীচে কালচে দাগ, বলিরেখা এগুলো বার্ধক্যের লক্ষণ। তাই সময় থাকতে এর যত্ন নেওয়া জরুরি। যদি এই সমস্যার পিছনে হাইপারপিগমেন্টেশন, ত্বকে দুর্বল রক্ত সঞ্চালন, শরীরে ভিটামিন সি-এর ঘাটতি দায়ী। এই শসা দুর্দান্ত কাজ করে।
3 / 6
শসায় রয়েছে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল। যেমন থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন বি৬ এবং ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান, যেগুলি ত্বকের জন্য উপকারী। এই প্রাকৃতিক উপাদানটি শরীরের পাশাপাশি ত্বকের জন্যও ভাল।
4 / 6
চোখের নীচে ফোলাভাব ও কালো বৃত্তাকার ছোপ কমাতে শসার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য দারুণ কাজ দেয়। চোখের চারপাশের ত্বককে হাইড্রেট করতে, ঠান্ডা রাখতে ও রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে শসা।
5 / 6
শসার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও সিলিকা, যা ডার্ক সার্কেলকে কমাতে সাহায্য করে। চোখের চারপাশের ত্বককে ভাল রাখতেও সহায়তা করে। ডার্ক সার্কেল দূর করে মুখের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনে শসা।
6 / 6
এর জন্য গোলগোল আকারে শসা কেটে চোখের উপর রাখুন। খোসা ছাড়াবেন না। কারণ শসার খোসার সবুজ অংশে রয়েছে ভিটামিন এ, যেটি ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। এছাড়া শসাকে বেটে এর আইস কিউব তৈরি করেও ব্যবহার করতে পারেন।