TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Sep 15, 2022 | 7:30 AM
২০২২ সালের জানুয়ারি মাসেই বিয়ে করেন বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনী রায়। তিনি বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক ডুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারকে।
পরিবার ও প্রিয়জনের উপস্থিতিতে চার হাত এক হয় সুরজ ও মৌনীর। একদিকে জীবনের নতুন ইনিংসে পদার্পণ, অন্যদিকে কেরিয়ার নতুন মোড় নিয়েছেন মৌনীর। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে।
'ব্রহ্মাস্ত্র'তে প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন মৌনী। সকলেই বলেছেন লাজবাব। তাঁর এই বাকরুদ্ধ পারফরম্যান্সের জন্য প্রতিদিনই মৌনী পাচ্ছেন প্রশংসা।
এদিকে নতুন সংসারে প্রবেশ করলে হাজার জনের হাজার রকম কথা শুনতে হয়। এক সাক্ষাৎকারে মৌনীকে জিজ্ঞেস করা হয়, সন্তান ধারণ নিয়ে কি তাঁকে আত্মীয়স্বজনরা কিছু বলছেন নাকি?
এর জবাবে মৌনী বলেছেন, তাঁর পরিবারে এমন কেউ নেই, যিনি তাঁকে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তান নেওয়ার কথা বলছেন। বিয়ের মাত্র ৮ মাসই হয়েছে তাঁর। জানিয়েছেন, শ্বশুরবাড়িতে সকলেই তাঁর পাশে আছেন, তাঁকে সাপোর্ট করছেন।
এই মুহূর্তে কেরিয়ার অন্য গতিতে দৌড়াচ্ছে মৌনীর। জানিয়েছেন, এই সময় তিনি সন্তান ধারণ নিয়ে কিছুই ভাবছেন না সেই অর্থে। যদি ভাবেনও, সেটা হবে তাঁর শেষ চিন্তার একটা।