FIFA World Cup 2022: সেমিফাইনালের আগে আর্জেন্টিনা সমর্থকরা মজে পার্টিতে, দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 13, 2022 | 1:00 PM

আজ লুসেইল স্টেডিয়ামে গত বারের রানার্স আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। আজ জিতলেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে লিওনেল মেসির। সেমিফাইনাল ম্যাচের আগে দোহায় এক কনসার্টের পার্টিতে যোগ দিয়েছিল শত শত আলবিসেলেস্তে ভক্তরা। দোহায় সেই পার্টিতে মজে আট থেকে আশির আর্জেন্টাইন সমর্থকরা।

1 / 5
আজ লুসেইল স্টেডিয়ামে গত বারের রানার্স আপ ক্রোয়েশিয়ার (Croatia) মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা (Argentina)। আজ জিতলেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে লিওনেল মেসির (Lionel Messi)। সেমিফাইনাল ম্যাচের আগে দোহায় এক কনসার্টের পার্টিতে যোগ দিয়েছিল শত শত আলবিসেলেস্তে ভক্তরা। দোহায় সেই পার্টিতে মজে আট থেকে আশির আর্জেন্টাইন সমর্থকরা। (ছবি-টুইটার)

আজ লুসেইল স্টেডিয়ামে গত বারের রানার্স আপ ক্রোয়েশিয়ার (Croatia) মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা (Argentina)। আজ জিতলেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে লিওনেল মেসির (Lionel Messi)। সেমিফাইনাল ম্যাচের আগে দোহায় এক কনসার্টের পার্টিতে যোগ দিয়েছিল শত শত আলবিসেলেস্তে ভক্তরা। দোহায় সেই পার্টিতে মজে আট থেকে আশির আর্জেন্টাইন সমর্থকরা। (ছবি-টুইটার)

2 / 5
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া সেমিফাইনালে যে দুই দলই একে অপরকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবে না, তা সকলেরই জানা। কেউ এই দ্বৈরথে এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে, তো কারও মতে বাজিমাত করবে ক্রোয়েশিয়া। (ছবি-টুইটার)

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া সেমিফাইনালে যে দুই দলই একে অপরকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবে না, তা সকলেরই জানা। কেউ এই দ্বৈরথে এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে, তো কারও মতে বাজিমাত করবে ক্রোয়েশিয়া। (ছবি-টুইটার)

3 / 5
প্রিয় দল ফাইনালে উঠতে চলেছে, সেই খুশিতে সেমিফাইনালের আগে পার্টিতে মেতে উঠেছেন লা আলবিসেলেস্তেদের সমর্থকরা। ডিজে সেখানে স্প্যানিশ এবং একাধিক আন্তর্জাতিক গানের যে কম্বিনেশন তৈরি করেছিলেন, তার তালে নাচতে দেখা গিয়েছে একাধিক আর্জেন্টাইন সমর্থকদেক। (ছবি-টুইটার)

প্রিয় দল ফাইনালে উঠতে চলেছে, সেই খুশিতে সেমিফাইনালের আগে পার্টিতে মেতে উঠেছেন লা আলবিসেলেস্তেদের সমর্থকরা। ডিজে সেখানে স্প্যানিশ এবং একাধিক আন্তর্জাতিক গানের যে কম্বিনেশন তৈরি করেছিলেন, তার তালে নাচতে দেখা গিয়েছে একাধিক আর্জেন্টাইন সমর্থকদেক। (ছবি-টুইটার)

4 / 5
কাতারের একাধিক বাসিন্দা, যারা মেসির ভক্ত তারাও এই পার্টিতে যোগ দিয়েছিলেন। আর্জেন্টিনার কঁচিকাঁচা সমর্থকদের দেখা গিয়েছে মাথায় আর্জেন্টিনার উইগ, হাতে আর্জেন্টিনার পতাকা এবং চোখে নীল-সাদা সানগ্লাস পরে পার্টির মজা নিতে। (ছবি-টুইটার)

কাতারের একাধিক বাসিন্দা, যারা মেসির ভক্ত তারাও এই পার্টিতে যোগ দিয়েছিলেন। আর্জেন্টিনার কঁচিকাঁচা সমর্থকদের দেখা গিয়েছে মাথায় আর্জেন্টিনার উইগ, হাতে আর্জেন্টিনার পতাকা এবং চোখে নীল-সাদা সানগ্লাস পরে পার্টির মজা নিতে। (ছবি-টুইটার)

5 / 5
শেষ লগ্নে কাতার বিশ্বকাপ। লিওনেল মেসি আজ যদি ফাইনালে দলকে তুলতে না পারেন, তা হলে এটাই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচ হতে চলেছে। মেসি যে বিশ্বকাপের ফাইনালের টিকিট এনে আর্জেন্টিনার সমর্থকদের মুখে হাসি ফোটাবেন, সে বিষয়ে বেশ আত্মবিশ্বাসী তাদের সমর্থকরা। (ছবি-টুইটার)

শেষ লগ্নে কাতার বিশ্বকাপ। লিওনেল মেসি আজ যদি ফাইনালে দলকে তুলতে না পারেন, তা হলে এটাই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচ হতে চলেছে। মেসি যে বিশ্বকাপের ফাইনালের টিকিট এনে আর্জেন্টিনার সমর্থকদের মুখে হাসি ফোটাবেন, সে বিষয়ে বেশ আত্মবিশ্বাসী তাদের সমর্থকরা। (ছবি-টুইটার)

Next Photo Gallery