
চারবছর অন্তর ফুটবলের মহোৎসব। বছর শেষে কাতারে ফুটবল বিশ্বকাপের আসর। তার আগে ফুটবলপ্রেমীদের অপেক্ষা বাড়িয়ে দিল আর্জেন্টিনা। উন্মোচিত হল আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের জার্সি। (ছবি:টুইটার)

প্রথম দল হিসেবে ২০২২ ফুটবল বিশ্বকাপের জার্সি প্রকাশ্যে আনল মেসির দেশ। আর্জেন্টিনার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অধিনায়ক লিওনেল মেসির গায়ে নতুন জার্সি চড়িয়ে ছবি পোস্ট করা হয়। (ছবি:টুইটার)

আলবিসেলেস্তেদের এবারের জার্সিটি ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের আদলে তৈরি হয়েছে। গুঞ্জন ছিল এমনটাই। জার্সি উন্মোচনের পর দেখা গেল কিছুটা হলেও তা সত্যি।(ছবি:টুইটার)

২০১৪ ফুটবল বিশ্বকাপের জার্সিটিতে গলার কাছে কালো বর্ডার দেওয়া ছিল। এবারের জার্সিতেও গলার কাছে কালো বর্ডার দেওয়া। তবে গলার কাট আলাদা। (ছবি:টুইটার)

বিশ্বকাপের নতুন জার্সি পরে পাওলো দিবালার ফোটোসেশন। ক্লাসিক আকাশ নীল জার্সিতে সাদা স্ট্রাইপ। সাদা স্লিভ এবং কাঁধের কাছে তিনটি কালো স্ট্রাইপ।(ছবি:টুইটার)

কাতারের এই শো পিস ইভেন্ট লিওনেল মেসির পঞ্চম এবং সম্ভবত শেষ বিশ্বকাপ। আন্তর্জাতিক ফুটবল আঙিনার সবচেয়ে বড় প্রতিযোগিতা জেতার শেষ সুযোগ। যা মেসির মহাতারকার ফুটবল কেরিয়ারে অন্যতম সেরা সাফল্য হয়ে থাকবে। (ছবি:টুইটার)