Bangla NewsPhoto gallery Argentina vs Brazil World Cup Qualifier match ends with a goalless draw
World Cup Qualifiers: ব্রাজিলের বিরুদ্ধে ড্র করেও কাতার বিশ্বকাপের টিকিট পাকা আর্জেন্টিনার
অমীমাংসিত আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ। খেলা শেষ গোলশূন্য ভাবে। চোটের কারণে খেলেননি নেইমার। প্রাক বিশ্বকাপে এখনও অপরাজিত ব্রাজিল। অন্যদিকে টানা ২৭ ম্যাচ অপরাজিত মেসিরা। এবং ব্রাজিলের বিরুদ্ধে ড্র করেও বিশ্বকাপের টিকিট পেয়ে গেল আর্জেন্টিনা। ম্যাচের আগে সতীর্থ সের্জিও আগুয়েরোর আরোগ্য কামনা চেয়ে প্রার্থনা মেসিদের।